Che Guevara’s Iconic Photo: চে র আইকনিক ছবির নেপথ্য গল্প
৪ মার্চ ১৯৬০ হাভানা হারবারে বোমা বর্ষণ করে ফ্রান্সের ফাইটার প্লেন লা কুব্রে। বোমায় মৃত শতাধিক। তখন কিউবায় সদ্য শপথ নিয়েছেন ফিদেল কাস্ত্রো। তিনি তাঁর ক্যাবিনেট মন্ত্রীদের নিয়ে হাজির ঘটনাস্থলে। সেই মন্ত্রীসভার শিল্পমন্ত্রী, চিকিৎসক চে গেভারাও ছিলেন সঙ্গে।
৪ মার্চ ১৯৬০ হাভানা হারবারে বোমা বর্ষণ করে ফ্রান্সের ফাইটার প্লেন লা কুব্রে। বোমায় মৃত শতাধিক। তখন কিউবায় সদ্য শপথ নিয়েছেন ফিদেল কাস্ত্রো। তিনি তাঁর ক্যাবিনেট মন্ত্রীদের নিয়ে হাজির ঘটনাস্থলে। সেই মন্ত্রীসভার শিল্পমন্ত্রী, চিকিৎসক চে গেভারাও ছিলেন সঙ্গে। সরকারি ফটোগ্রাফার আলবের্তো কোর্ডা ধরে রাখছিলেন সবকিছু। নিহতদের স্মরণে এক শোকসভায় ক্ষিপ্র চে প্রতিশোধ স্পৃহায় বক্তৃতা দেন। বলেন পিতৃভূমি নয়ত মৃত্যু।
বেলা সাড়ে ১১টায় একটি পাম গাছের কাছেই দাঁড়িয়ে ছিলেন চে গেভারা। দুচোখে তখনও রাগ। আলবের্তো কোর্ডা ক্যানডিড সেই মুহূর্ত ধরে রাখেন তাঁর ক্যামেরায়। পাম গাছ আর বাদবাকি সব এডিট করে ছবি প্রিন্ট করেন আলবের্তো। ছবির নাম দেন হিরোয়িকো গুয়েরিলো যার অর্থ গেরিলা নায়ক। বাকিটা ইতিহাস বিয়ার্ড লুকের সেই ছবি এখন সর্বত্র। লাইকা এম-২ ক্যামেরায় তোলা সেই ছবিই তারপর ছড়িয়ে পড়ে বিশ্বের সর্বত্র। বলিভিয়ার জঙ্গলে ৯ অক্টোবর ১৯৬৭এ আমেরিকান সেনার হাতে নিহত হন চে গেভরা।