Air India Flight 171 Crash: কতটা দুর্ভাগ্যের! তোলা যাচ্ছে না মৃতদেহ, দেখুন
চারিদিকে ধ্বংসস্তূপ আর পোড়া বিমানের ধ্বংসাবশেষ। ছিন্নভিন্ন হয়ে ছড়িয়ে আছে যাত্রীদের দেহাবশেষ। পোড়া কটু গন্ধে শ্বাস নেওয়া দায়। পরিস্থিতি এমনই যে মৃতদেহ তোলা হয়ে যাচ্ছে কঠিন, দুর্বিষহ। বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ বিমান দুর্ঘটনাটি ঘটে গুজরাতের আহমেদাবাদে। আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার পর পরই মেঘানিনগর এলাকায় ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। জানা যাচ্ছে, লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছিল […]
চারিদিকে ধ্বংসস্তূপ আর পোড়া বিমানের ধ্বংসাবশেষ। ছিন্নভিন্ন হয়ে ছড়িয়ে আছে যাত্রীদের দেহাবশেষ। পোড়া কটু গন্ধে শ্বাস নেওয়া দায়। পরিস্থিতি এমনই যে মৃতদেহ তোলা হয়ে যাচ্ছে কঠিন, দুর্বিষহ।
বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ বিমান দুর্ঘটনাটি ঘটে গুজরাতের আহমেদাবাদে। আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার পর পরই মেঘানিনগর এলাকায় ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। জানা যাচ্ছে, লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছিল AI 171 বিমানটি। টেক অফের ৫ মিনিটের মধ্য়েই লোকালয়ে ভেঙে বড়ে বিমানটি। বিমানে ২৩০ জন যাত্রী-সহ মোট ২৪২ জন ছিলেন। বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) কে মেডে কল দেয় এবং ওড়ার কিছুক্ষণ পরেই বিমানবন্দরের বাইরে একটি হাসপাতালের হস্টেলের উপরে ভেঙে পড়ে। জানা গিয়েছে, বিমানটি প্রথমে বিজে মেডিকেল কলেজের মেসে আঘাত হানে এবং পরে অতুল্যম হস্টেলে ধাক্কা মারে। ওই হস্টেলে সিনিয়র রেসিডেন্ট ডাক্তাররা থাকতেন।
দেখুন ভিডিয়ো
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না

