SIR in Bengal: ৭ ফেব্রুয়ারি শুনানি শেষ করা সম্ভব নয়, মনে করছে কমিশন
SIR: তালিকা প্রকাশের পর কোনও আপত্তি থাকলে ১০ দিন সময় দেওয়া হবে। তবে নতুন দিন কবে তা এখনও জানানো হয়নি। জোরকদমে চলছে চাপানউতোর। এসআইআর মিটলেই আবার বাংলায় বিধানসভা নির্বাচন। ফলে রাজনীতির ময়দানে পারদ ক্রমশই চড়ছে।
কলকাতা: আগে পিছিয়ে ছিল। এবার ফের পিছোতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন। ৭ ফেব্রুয়ারির মধ্যে শুনানি শেষ সম্ভব নয়। মনে করছে নির্বাচন কমিশন। সে কারণে ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের দিন পিছোতে পারে। তালিকা প্রকাশের পর কোনও আপত্তি থাকলে ১০ দিন সময় দেওয়া হবে। তবে নতুন দিন কবে তা এখনও জানানো হয়নি। জোরকদমে চলছে চাপানউতোর। এসআইআর মিটলেই আবার বাংলায় বিধানসভা নির্বাচন। ফলে রাজনীতির ময়দানে পারদ ক্রমশই চড়ছে।
Latest Videos

