Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Volatility in Indian Market: আরও পড়বে ভারতের বাজার, ডিসেম্বরে নিফটি ছোঁবে ২৫,০০০! বলছেন বিশেষজ্ঞ

Volatility in Indian Market: আরও পড়বে ভারতের বাজার, ডিসেম্বরে নিফটি ছোঁবে ২৫,০০০! বলছেন বিশেষজ্ঞ

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Feb 21, 2025 | 12:19 AM

Nifty 50: কয়েকদিন আগে হয়ে যাওয়া একটি মিডিয়া ওয়েবিনারে এমকে বলেছে, তারা আশা করছে এই বছরের ডিসেম্বরের মধ্যে নিফটি ৫০ পুনরায় ২৫ হাজারে পৌঁছে যাবে।

এমকে গ্লোবাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের অধীনস্ত এমকে ইন্সটিটিউশনাল ইক্যুইটিসের একটি রিপোর্ট অনুযায়ী এই বছরের প্রথম ত্রৈমাসিকে বাজারের এই পতন অব্যাহত থাকবে। যদিও ওই রিপোর্ট আরও বলছে যে এই বছরের শেষ ৬ মাসে বাজার প্রত্যাশিত ভাবেই খুব ভাল করবে।

কয়েকদিন আগে হয়ে যাওয়া একটি মিডিয়া ওয়েবিনারে এমকে বলেছে, তারা আশা করছে এই বছরের ডিসেম্বরের মধ্যে নিফটি ৫০ পুনরায় ২৫ হাজারে পৌঁছে যাবে। তাঁরা আরও মনে করে, গোটা দেশের অর্থনৈতিক অবস্থার স্থিতিশীলতা বৃদ্ধি পাওয়ায় বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের ইক্যুইটি বিক্রিও কমে যাবে।

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।