St. Thomas' Church School Howrah Digital Campus News: স্কুলের ডিজিটাল ক্যাম্পাস

St. Thomas’ Church School Howrah Digital Campus News: স্কুলের ডিজিটাল ক্যাম্পাস

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 25, 2023 | 2:30 PM

হাওড়ার সেন্ট থমাস চার্চ স্কুলে ডিজিটাল ক্যাম্পাসের উদ্বোধন হলো। একইসঙ্গে অনুষ্ঠিত হলো স্কুলের বাৎসরিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান। কৃতি ছাত্র ছাত্রীদের পুরস্কৃত করা হয়।আজ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলকাতার বিশপ ডঃ পরিতোষ ক্যানিং।

হাওড়ার সেন্ট থমাস চার্চ স্কুলে ডিজিটাল ক্যাম্পাসের উদ্বোধন হলো।একইসঙ্গে অনুষ্ঠিত হলো স্কুলের বাৎসরিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান।কৃতি ছাত্র ছাত্রীদের পুরস্কৃত করা হয়।আজ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলকাতার বিশপ(সি এন আই)ডঃ পরিতোষ ক্যানিং।এছাড়া উপস্থিত ছিলেন স্কুলের প্রিন্সিপাল,শিক্ষক অভিভাবক ছাত্র ছাত্রী সহ বিশিষ্টজনেরা।বিশপ জানান হাওড়ার এই স্কুলে ডিজিটাল ক্যাম্পাস তৈরি করা হলো।সব অভিবাবকদের একটি স্মার্ট কার্ড দেওয়া হবে।স্কুলে থাকা ডিজিটাল কীয়স্ক মেশিনে সেই কার্ড ব্যবহার করে সমস্ত তথ্য জানা যাবে।স্কুলের পড়াশোনা থেকে মহিনা সম্পর্কে সমস্ত তথ্য পাওয়া যাবে।বিশপ আরো জানান আগামীদিনে এই স্কুলকে আরো অত্যাধুনিক করার পরিকল্পনা রয়েছে।স্কুলে তৈরী করা হবে সায়েন্স পার্ক,আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সহ আরো অনেককিছু।ডিজিটাল এডুকেশনের দিকে জোর দেওয়া হচ্ছে।তবে এগুলো খুবই ব্যয়সাপেক্ষ।তাই অভিবাকদের ওপর যাতে চাপ না পড়ে সেটাও খেয়াল রাখতে হবে।১৮৬০ সালে এই স্কুল স্থাপিত হয়।স্কুলে রয়েছে শহরের সবথেকে পুরানো গীর্জা।ছাত্র ছাত্রীরা জানান এই স্কুলে পড়াশোনা করতে পেরে তারা খুশী। উন্নত মানের পরিকাঠামো রয়েছে স্কুলে পাশাপাশি টিচারদের দক্ষতা।সবমিলিয়ে তাদের লক্ষ্যপূরণে কাজ দিচ্ছে।