Jalpaiguri News: নিষেধাজ্ঞা উড়িয়ে দ্য কেরালা স্টোরি দেখতে ভিড় জমলো শহরের মাল্টিপ্লেক্সে
সুদীপ্ত সেনের পরিচালনা করা ছবি মিস করতে চাইলেন না অনেকেই। নাইট শোতে ভিড় জমলো মাল্টিপ্লেক্সে। যদিও এই নিয়ে ক্যামেরার সামনে কোনও উত্তর দিতে চাননি মাল্টিপ্লেক্সে থাকা কর্মীরা। সোমবার বিকেলেই রাজ্যে প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে দ্যা কেরালা স্টোরি নামক মুভির
রাজ্যে নিষিদ্ধ। তবুও জলপাইগুড়িতে রমরমিয়ে নাইট শো অনুষ্ঠিত হোলো দ্যা কেরালা স্টোরির। সুদীপ্ত সেনের পরিচালনা করা ছবি মিস করতে চাইলেন না অনেকেই। নাইট শোতে ভিড় জমলো মাল্টিপ্লেক্সে। যদিও এই নিয়ে ক্যামেরার সামনে কোনও উত্তর দিতে চাননি মাল্টিপ্লেক্সে থাকা কর্মীরা। সোমবার বিকেলেই রাজ্যে প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে দ্যা কেরালা স্টোরি নামক মুভির। কিন্তু জলপাইগুড়ির একটি মাল্টি প্লেক্সে সোমবার রাতেও চললো সিনেমাটি। নাইট শো তে ভালোই দর্শক ছিল। সিনেমা নিষিদ্ধ করা নিয়ে এদিন মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেলো মানুষদের মধ্যে। কেউ বল্লো সিনেমা দেখলাম না। ভাল কি মন্দ বুঝলাম না। তার আগেই নিষিদ্ধ হয়ে গেলো! অন্যান্যরা বল্লো সরকার যখন নিষিদ্ধ করছে তখন নিশ্চয়ই কোন কারন রয়েছে। যাই হোক পরে যদি সুযোগ আসে তবে নিশ্চয়ই দেখবো। এদিন রাতে জলপাইগুড়ি শহরের বিভিন্ন সিনেমা হল বা মাল্টিপ্লেক্স গুলিতে এই সিনেমা চলছে কিনা তা নিয়ে খোঁজ খবর নিতে দেখা গেলো জলপাইগুড়ি কোতোয়ালি থানার সাদা পোষাকের পুলিশদের।