Nadia: শৌচালয়ের পাশে পড়ে থাকা সদ্যোজাতকে সারারাত পাহারা দিল পাড়ার কুকুররা!
New Born Bady: সকাল হতেই দেখা যায় স্থানীয় পঞ্চায়েত মেম্বারের কাকা রাধা ভৌমিকের বাড়ির বাথরুমের কাছে পড়ে আছে একটি সদ্যোজাত শিশু । এরপরেই তড়িঘড়ি তারা শিশুটিকে প্রথমে মহেশগঞ্জ হাসপাতাল নিয়ে যায়। সেখানে চিকিৎসকদের পরামর্শ নিয়ে কৃষ্ণনগর সদর হাসপাতালে নিয়ে যান।
নদিয়া: ভোর রাত থেকেই এক শিশুর কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলেন। কিন্তু শীতের রাতে ওতটা কেউ তোয়াক্কা করেননি। ভেবেছিলেন পড়শির বাড়ির বাচ্চা কাঁদছে। ভোর হতেই এলাকার পঞ্চায়েত সদস্যের কাকার বাড়ির বাথরুমের সামনে মর্মান্তিক দৃশ্য। এক সদ্যোজাত তাঁর বাথরুমের দরজার সামনে পড়ে রয়েছে। আর তাকে পাহারা দিচ্ছে পথের সারমেয়রা। তাকে ঘিরে রেখেছিল রাতভর। নবদ্বীপের স্বরূপগঞ্জ পঞ্চায়েতের রেল কলোনি এলাকার ঘটনা। পুলিশকে উদ্ধার করে কৃষ্ণনগর সদর হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, ভোর থেকেই বাচ্চাটার কান্নার আওয়াজ পাচ্ছিলেন তাঁরা। কিন্তু তাঁদের কেউ কেউ ভেবেছিলেন, হয়তো প্রতিবেশীর বাড়িতে কোনও বাচ্চা কাঁদছে। সকাল হতেই দেখা যায় স্থানীয় পঞ্চায়েত মেম্বারের কাকা রাধা ভৌমিকের বাড়ির বাথরুমের কাছে পড়ে আছে একটি সদ্যোজাত শিশু । এরপরেই তড়িঘড়ি তারা শিশুটিকে প্রথমে মহেশগঞ্জ হাসপাতাল নিয়ে যায়। সেখানে চিকিৎসকদের পরামর্শ নিয়ে কৃষ্ণনগর সদর হাসপাতালে নিয়ে যান।

