Ice Cream Fuchka: এবার বাজার কাঁপাচ্ছে আইসক্রিম ফুচকা
ভাবছেন ফুচকা খেতে হবে তাও আবার তাতে আইসক্রিমের পুর ভরে? যে ফুচকার নাম শুনলেই জিভে জল চলে আসে। সেই ফুচকার ভেরতে থাকবে আইসক্রিমের পুর?
ফুচকায় বিভিন্ন পুর ভরে বিক্রি করার চল বেশ কয়েকদিন হল শুরু হয়েছে।দই ফুচকা, চাটনি ফুচকা এই সবকিছুই মানুষের কাছে একঘেয়ে হয়ে পরেছিল।তাই চিকেন ফুচকা থেকে শুরু করে আচার ফুচকা, সব কিছুই ধীরে ধীরে বাজারে এল।কিন্তু এই সব কিছুকে ছাপিয়ে বাজারে এসেছে আইসক্রিম ফুচকা।এক মুহূর্তের জন্য় চমকে উঠলেন তো?ভাবছেন ফুচকা খেতে হবে তাও আবার তাতে আইসক্রিমের পুর ভরে? যে ফুচকার নাম শুনলেই জিভে জল চলে আসে। সেই ফুচকার ভেরতে থাকবে আইসক্রিমের পুর?এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে।ভিডিয়োয় দেখা যাচ্ছে, রাস্তার ধারে একটি দোকানে ফুচকা বিক্রি হচ্ছে।এই ফুচকার স্বাদ সাধারণ ফুচকার থেকে আলাদা।ফুচকা বিক্রেতা একটি প্লেটে কতগুলি ফুচকা নিয়ে, সেগুলিতে একে একে আইসক্রিমের পুর ভরা শুরু করলেন।তার তারপরে ফুচকাগুলিকে আরও সুন্দর করে সাজানোর জন্য় রং-বেরঙের সিরাপ দিয়ে দিলেন উপর থেকে।ভিডিয়োটি দেখে আপনার জিভে জল চলে আসতেও পারে।