Ghatal Flood News: ঘাটাল মাস্টার প্ল্যান, আজও নেতাদের টোপ!

Ghatal Flood News: ঘাটাল মাস্টার প্ল্যান, আজও নেতাদের টোপ!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 06, 2023 | 4:39 PM

ডুবেছে ঘাটাল ক্ষোভ ফুঁসছে ঘাটালবাসী। ঘাটাল বাসীর দাবি ভোট আসলেই শোনা যায় ঘাটাল মাস্টার প্ল্যান, মাস্টার প্ল্যান রূপায়ণের প্রতিশ্রুতি দেয়,সমস্ত রাজনৈতিক দলের নেতারা। ভোট মিটে গেলে আর দেখা পাওয়া যায় না নেতাদের, এমনটাই জানাচ্ছে ঘাটালের বন্যা কবলিত এলাকার মানুষজন।

ডুবেছে ঘাটাল ক্ষোভ ফুঁসছে ঘাটালবাসী। ঘাটাল বাসীর দাবি ভোট আসলেই শোনা যায় ঘাটাল মাস্টার প্ল্যান, মাস্টার প্ল্যান রূপায়ণের প্রতিশ্রুতি দেয়,সমস্ত রাজনৈতিক দলের নেতারা। ভোট মিটে গেলে আর দেখা পাওয়া যায় না নেতাদের, এমনটাই জানাচ্ছে ঘাটালের বন্যা কবলিত এলাকার মানুষজন। যদিও এই বিষয়ে একে অন্যকে দোষারোপ করছে বিভিন্ন রাজনৈতিক দল গুলি। টানা কয়েকদিনের বৃষ্টিতে জল বেড়েছে ঘাটালের শিলাবতী নদী ও মনসুকার ঝুমি নদীর।

ইতিমধ্যেই জলে ডুবেছে ঘাটাল পৌরসভার বেশ কিছু ওয়ার্ডে এবং মনসুকা ১ গ্রাম পঞ্চায়েতের, অজবনগর গ্রাম পঞ্চায়েত সহ বেশকিছু গ্রাম জলের তলায়, ডুবেছে রাস্তাঘাট, ডুবেছে স্কুল খেলার মাঠ। জল পেরিয়ে চলছে যাতায়াত ডিঙ্গি বা নৌকাকে ভরসা করতে হচ্ছে এলাকাবাসীকে। পুজোর মুখে চরম অস্বস্তিতে পড়েছে ঘাটালবাসী। ঘাটালের এই জল যন্ত্রণার স্থায়ী সমাধান হলো ঘাটাল মাস্টার প্ল্যান এমনটাই জানাচ্ছে ঘাটাল বাসি। জানা যায় তৎকালীন সময়ে ১৯৮২ সালে সিপিআইএম এর সেচ মন্ত্রী প্রভাস রায় ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের শিল্যানাস করেন, তারপর কয়েক দশক কেটে গেলেও কার্যকরী হয়নি ঘাটার মাস্টার প্ল্যান।

শুধুমাত্র ভোট আসলেই শোনা যায় বিভিন্ন রাজনৈতিক দলের ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণে প্রতিশ্রুতি। ভোট মিটে গেলে আর দেখা পাওয়া যায় না নেতাদের, কবে রূপায়ন হবে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ, আর মাস্টার প্ল্যান রূপায়ণ হলেই স্থায়ীভাবে সমাধান হবে ঘাটালের বন্যার এমনটাই জানাচ্ছে ঘাটালের বন্যা কবলিত এলাকার মানুষজন। যদিও এ বিষয়ে একে অন্যের দিকে আঙুল তুলছে তৃণমূল ও বিজেপি। তৃণমূল দোষারোপ করছে বিজেপিকে, আর বিজেপি দোষারোপ করছে তৃণমূলকে। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তবে কবে হবে ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ন, আর এই জল যন্ত্রণা থেকে স্থায়ীভাবে মুক্তি পাবে ঘাটালবাসী, সেদিকেই তাকিয়ে ঘাটালের বন্যা কবলিত এলাকার মানুষজন।

Published on: Oct 06, 2023 04:33 PM