Daspur Flood News: দাসপুরে 'ম্যান মেড বন্যা'?

Daspur Flood News: দাসপুরে ‘ম্যান মেড বন্যা’?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 06, 2023 | 5:32 PM

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের কংসাবতীর পাশাপাশি শিলাবতীর জলও বিপদ সীমার উপর দিয়ে বইছে। দাসপুর ১ ব্লকের রাজনগর পশ্চিম গ্রাম জলের তলায়। এলাকার রাস্তাঘাট শিলাবতীর জলের তলায়। মাটির বাড়ি ছেড়ে গ্রামবাসীদের সরানো হচ্ছে নিরাপদ স্থানে।

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের কংসাবতীর পাশাপাশি শিলাবতীর জলও বিপদ সীমার উপর দিয়ে বইছে। দাসপুর ১ ব্লকের রাজনগর পশ্চিম গ্রাম জলের তলায়। এলাকার রাস্তাঘাট শিলাবতীর জলের তলায়। মাটির বাড়ি ছেড়ে গ্রামবাসীদের সরানো হচ্ছে নিরাপদ স্থানে। পাকা বাড়ি গুলির নিচের তলা ইতিমধ্যেই জলের তলায়। বাড়ির ছাদে আশ্রয় নিচ্ছে গ্রামবাসীরাম মূলত বৃহস্পতিবার থেকেই বন্যা পরিস্থিতির জটিলতা বাড়তে থাকে। তার সাথে বাড়ছে গ্রামবাসীদের ক্ষোভ। অভিযোগ এই বন্যা ম্যানমেড। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া শিলাবতী নদীর বাঁধ বহু বছর ধরে ভাঙা অবস্থায়।

গ্রামের মাঝে যোগাযোগের রাস্তার মাঝে ব্রিজ ২০০৭ সাল থেকেই ভাঙা। প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার দাসপুরের পাশাপাশি ঘাটাল ব্লকের বহু গ্রামের মানুষের। যোদিও বন্যা পরিস্থিতির উপর কড়া নজরদারি চালাচ্ছে ব্লক প্রশাসন। রাত থেকেই গ্রাম পঞ্চায়েত অফিসে খোলা হয়েছে কন্ট্রোল রুম। গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান চিন্ময় চক্রবর্তী জানান,গ্রামবাসীদের ক্ষোভ স্বাভাবিক। অনেকগুলো বছর ধরেই ওই এলাকার বাঁধ ভাঙা অবস্থায় পাশাপাশি গ্রামের মাঝের কংক্রিটের সেতুটিও ভেঙে পড়ে আছে। বহু বড় প্রজেক্টের ব্যাপার। দুটি কাজই গ্রাম পঞ্চায়েতের পক্ষে সম্ভব নয়। তাঁদের পক্ষে যা করণীয় বারে বারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং ইরিগেশন দপ্তরে আবেদন নিবেদন তা তারা করে চলেছেন। আশা করা যাচ্ছে দ্রুত এই সমস্যার সমাধান হবে। তবে প্রাথমিকভাবে বন্যার্তদের ত্রিপল,পানীয় জল,মেডিক্যাল ক্যাম্প,যোগাযোগের নৌকার ব্যবস্থা করা হচ্ছে। তবে এই বন্যা পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে।