‘ছিনিয়ে নিয়েছেন…’, এবার মুখ খুলল ED
এই মামলায় এখনও পর্যন্ত ১০ জায়গায় তল্লাশি চলছে, তার মধ্যে ৬টি বাংলা, বাকি চারটি দিল্লিতে। বাংলার মধ্যে দুটি হল প্রতীক জৈনের বাড়ি ও অফিস। সেখানেই বেনজিরভাবে ঢুকে পড়েন মমতা। সেখানে সাংবিধানিক ক্ষমতাকে কাজে লাগিয়ে অসাংবিধানিকভাবে ফাইল কেড়ে নিয়ে এসেছেন।
I PAC এর বাড়িতে অফিসে তল্লাশি। আর সেই তল্লাশির মাঝেই ঢুকে পড়েন মমতা। তিনি অভিযোগ করেন, প্রার্থী তালিকা থেকে শুরু করে দলের গুরুত্বপূর্ণ কাগজ হাতিয়ে নেওয়া হয়েছে। ইডির বক্তব্য, কয়লা দুর্নীতির তদন্ত হচ্ছে। এটা আর্থিক দুর্নীতি মামলায় স্বাভাবিক প্রক্রিয়া। ভোটের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। কোনও রাজনৈতিক কার্যালয়ে তল্লাশি করা হয়নি। ইডি- তরফে জানানো হয়েছে, এই মামলায় এখনও পর্যন্ত ১০ জায়গায় তল্লাশি চলছে, তার মধ্যে ৬টি বাংলা, বাকি চারটি দিল্লিতে। বাংলার মধ্যে দুটি হল প্রতীক জৈনের বাড়ি ও অফিস। সেখানেই বেনজিরভাবে ঢুকে পড়েন মমতা। সেখানে সাংবিধানিক ক্ষমতাকে কাজে লাগিয়ে অসাংবিধানিকভাবে ফাইল কেড়ে নিয়ে এসেছেন। সূত্রের খবর, পদক্ষেপের রাস্তা খোলা রাখছে ইডি। সক্রিয়ভাবে তদন্তে বাধা দেওয়ার অভিযোগে মুখ্যমন্ত্রী কিংবা তাঁর সঙ্গে যাঁরা ছিলেন, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে ইডি। সংঘাতের জায়গা চওড়া হচ্ছে।

