কানে দুল নয়, টিপ পরেন এই বিজেপি কর্মী, কেন জানেন?
BJP: কানে দুল পরেন না বিজেপি কর্মী সুদীপা ঘোষাল। তার বদলে পরেন লাল টিপ। তাঁর কথায়, "যদি আমি কানে দুল পরি, তাহলে তো আমি ভুলে যাব।" সুদীপার বক্তব্য, তিনি সেদিনই কানে দুল পড়বেন যেদিন রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপি।
বিজেপি কর্মী সুদীপা ঘোষাল। ২০১৯ লোকসভা নির্বাচনে নিজের বুথে বসে ভোট করিয়েছিলেন। জিতেছিল বিজেপি। সেই “অপরাধে” তাঁর কান ছিঁড়ে দিয়েছিল তৃণমূলের কর্মী-সমর্থকরা। সেই থেকে প্রতিবাদস্বরূপ কানে দুল পরেন না তিনি। তার বদলে পরেন লাল টিপ। তাঁর কথায়, “যদি আমি কানে দুল পরি, তাহলে তো আমি ভুলে যাব।” সুদীপার বক্তব্য, তিনি সেদিনই কানে দুল পড়বেন যেদিন রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপি। সিঙ্গুরের শিল্পের দাবিতে প্রধানমন্ত্রী সভায় এসেছিলেন সুদীপা।
