US অর্থ দফতর সহ বিভিন্ন দেশের একাধিক সংস্থাকে ঘোল খাইয়েছেন এই ভারতীয় বংশোদ্ভূত!
Bankim Brahmbhatt: ১১টা দেশের পঞ্চাশের বেশি কোম্পানিকে পথে বসিয়েছেন ব্রহ্মভাট। ব্রহ্মভাট এমন একসঙ্গে বেশ কয়েকটা কোম্পানি খুলেছিলেন। বহু লগ্নিকারী সেই কোম্পানিগুলোয় টাকা ঢেলেছিলেন। ভুয়ো কোম্পানি, ভুয়ো ইনভয়েস বা বিল, ভুয়ো নথি এবং ভুয়ো ট্যাক্স রিসিট; এই চার অস্ত্রে তাবড়, তাবড় লোককে ঘায়েল করেছেন বঙ্কিম।
আমেরিকার তাবড় লগ্নিকারী এবং ফান্ড হাউসগুলোকে টুপি পরিয়ে উধাও হয়েছেন বঙ্কিম ব্রহ্মভাট। মার্কিন অর্থ দফতরকেও বোকা বানিয়ে কয়েক কোটি ডলার হাতিয়ে নিয়েছেন। মাত্র চার বছর আগে আমেরিকা তথা দুনিয়ার সেরা একশো জন টেলিকম বিশেষজ্ঞদের একজন ছিলেন। এখন তিনিই এফবিআই সহ ১১ দেশের গোয়েন্দা সংস্থার কাছে মোস্ট ওয়ান্টেড। ১১টা দেশের পঞ্চাশের বেশি কোম্পানিকে পথে বসিয়েছেন ব্রহ্মভাট। ব্রহ্মভাট এমন একসঙ্গে বেশ কয়েকটা কোম্পানি খুলেছিলেন। বহু লগ্নিকারী সেই কোম্পানিগুলোয় টাকা ঢেলেছিলেন। ভুয়ো কোম্পানি, ভুয়ো ইনভয়েস বা বিল, ভুয়ো নথি এবং ভুয়ো ট্যাক্স রিসিট; এই চার অস্ত্রে তাবড়, তাবড় লোককে ঘায়েল করেছেন বঙ্কিম।
Latest Videos

