Bengal Election 2021 : ‘গুণ্ডামি করা অভ্যাস, তৃণমূল হারবে’, একযোগে কটাক্ষ দিলীপ-তনুশ্রীর

সৌরভ পাল

|

Updated on: Apr 07, 2021 | 2:44 PM

শ্যামপুরে আক্রান্তদের পাশে বিজেপি প্রার্থী তনুশ্রী। 'প্রথমবার তৃণমূল হারতে চলেছে', চাঁচাছোলা বক্তব্য তারকা প্রার্থীর। পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কটাক্ষ, 'টিএমসি গন্ডগোল করে জেতার চেষ্টা করছে, এটা ওদের পুরনো অভ্যাস'।

বারুইপুরে (Baruipur) ইভিএমের (EVM) পাশে খোলা জানালা। অবাধ ভোটগ্রহণের (West Bengal Assembly Election) বিষয়ে সদুত্তর দিতে পারলেন না প্রিসাইডিং অফিসার। অন্যদিকে আমতায় (Amta) ১০ তৃণমূল (Trinamool) কর্মীর বাড়িতে হুঁশিয়ারি দিল পুলিশ। তাদের বিরুদ্ধে রয়েছে গুণ্ডামির অভিযোগ!

বাসন্তীতে অটোবোঝাই করে এজেন্ট আনলেন তৃণমূল প্রার্থী। উলুবেড়িয়ার (Uluberia) তৃণমূল কর্মীর বাড়িতে জমা ভিভিপ্যাট, ইভিএম! ‘ভুল করে ফেলেছি’, বক্তব্য ঘাসফুল কর্মীর!

শ্যামপুরে আক্রান্তদের পাশে বিজেপি প্রার্থী তনুশ্রী (Tanushree Chakraborty)। ‘প্রথমবার তৃণমূল হারতে চলেছে’, চাঁচাছোলা বক্তব্য তারকা প্রার্থীর। পাশাপাশি বিজেপির (BJP) রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) কটাক্ষ, ‘টিএমসি গন্ডগোল করে জেতার চেষ্টা করছে, এটা ওদের পুরনো অভ্যাস’।

অন্যদিকে জেলায় জেলায় মোদী-মমতার বাগযুদ্ধে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। কেন্দ্রীয় বাহিনীর ওপর পক্ষপাতিত্বের অভিযোগ আনলেন মমতা (Mamata Banerjee)। ‘কেন্দ্রীয় বাহিনী চেয়ে এখন তাদেরই বিরোধিতা!’ জবাবে মমতাকে তোপ মোদীর (Narendra Modi)।

 

[embedyt] [/embedyt]

Published on: Apr 07, 2021 12:24 PM