TMC: রায়না থেকে BJP-কে পেটানোর নিদান দিয়ে বিতর্কে জড়ালেন TMC নেতা
আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও কার্যালয়ে ইডি হানার প্রতিবাদে রায়নার শ্যামসুন্দর বাজারে বৃহস্পতিবার বিকেলে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল ও পথসভা হয়। আর সেখানেই এই বির্তকিত মন্তব্য করেন বামদেব মণ্ডল।
ফের হুঁশিয়ারি তৃণমূল নেতার। বিজেপির উপর চলবে লাঠি, চলবে পেটানো। চলবে আরও অনেক কিছু। ঠিক এই ভাবেই পূর্ব বর্ধমানের রায়নার বিজেপি কর্মী সমর্থকদের কড়া হুমকি দিলেন রায়না ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বামদেব মণ্ডল। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও কার্যালয়ে ইডি হানার প্রতিবাদে রায়নার শ্যামসুন্দর বাজারে বৃহস্পতিবার বিকেলে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল ও পথসভা হয়। আর সেখানেই এই বির্তকিত মন্তব্য করেন বামদেব মণ্ডল।
