অন্নপূর্ণা পুজোর চাঁদা তোলার সময় ভয়ঙ্কর ঘটনা নানুরে
Birbhum: রাসবিহারী এলাকার তৃণমূলের বুথ সভাপতির দায়িত্বে ছিলেন। অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সে সময়েই তাঁর ওপর বেশ কয়েকজন চড়াও হন। লাঠি, বাঁশ, লোহার রড নিয়ে তাঁর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ।
এলাকার অন্নপূর্ণা পূজোর চাঁদা তুলছিলেন রাসবিহারী। সেইসময়ই গ্রামের কয়েকজন হঠাৎ চাঁদা দেবে না বলে তাঁর ওপর বাঁশ, লাঠি নিয়ে চড়াও হয় বলে অভিযোগ। বেধড়ক মারধর করা হয়। খুনের অভিযোগ উঠেছে।
বাকিদেরও আঘাত গুরুতর। ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাঁদের দ্রুত উদ্ধার করে ভর্তি করা হয়েছে মঙ্গলকোট মহকুমা হাসপাতালে। নিহত রাসবিহারী সর্দারের দেহ ময়নাতদন্তের জন্য একই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে নানুর থানার অন্তর্গত পাতি সারা গ্রামে। এলাকায় পৌঁছে যায় পুলিশের বিশাল বাহিনী।
Published on: Dec 06, 2025 03:11 PM

