TMC: মোটা টাকা ঘুষ নিচ্ছেন তৃণমূল নেতা? ভিডিয়ো পোস্ট সুকান্তর, দেখুন…
এরপরই এই ছবি টুইট করেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার নিজে। তবে ছবির সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। যদিও অভিযুক্ত উপপ্রধান প্রবীর দাসের দাবি, যে টাকা নেওয়ার ছবি ভাইরাল হয়েছে সেটা ব্যবসার টাকা।
উত্তর ২৪ পরগনার ঘোলার মহিষপোতা এলাকায় দেব রুপায়ণ নগরের জমির মালিকের কাছ থেকে পঞ্চায়েত প্রধানেক স্বামী পাপন দাস এবং উপ প্রধান ও যুব সভাপতি প্রবীর দাসের মোটা টাকার ঘুষ নেওয়ার ছবি ভাইরাল। যা নিয়ে শুরু রাজনৈতিক শোরগোল। এরপরই এই ছবি টুইট করেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার নিজে। তবে ছবির সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। যদিও অভিযুক্ত উপপ্রধান প্রবীর দাসের দাবি, যে টাকা নেওয়ার ছবি ভাইরাল হয়েছে সেটা ব্যবসার টাকা।
