Bankura News: মদ, টাকা দিয়েই চলছে উপনির্বাচনী প্রচার! বিস্ফোরক অভিযোগ অরূপ চক্রবর্তীর

Bankura News: মদ, টাকা দিয়েই চলছে উপনির্বাচনী প্রচার! বিস্ফোরক অভিযোগ অরূপ চক্রবর্তীর

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Nov 12, 2024 | 2:24 PM

বাঁকুড়ার তালডাংরায় তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহ বাবুর সমর্থনে উপনির্বাচনের প্রচারে যান বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী। প্রচারে বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই-এর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য় করেন তিনি

বাঁকুড়া: আগামিকাল, বুধবার বাংলায় ৬ আসনে উপনির্বাচন। বাঁকুড়ার তালডাংরায় তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহ বাবুর সমর্থনে উপনির্বাচনের প্রচারে যান বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী। প্রচারে বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই-এর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য় করেন তিনি। তাঁর অভিযোগ, ‘দুর্গাপুরের এক বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই সন্ধেবেলায় গাড়ি নিয়ে গ্রামে গ্রামে ঘুরছেন, বোতল আর টাকা দিয়ে মানুষকে কেনার জন্য়।’ পাল্টা লক্ষ্মণ ঘোড়াই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন,’আমরা মানুষের দরজায় দরজায় গিয়ে ভোটভিক্ষা চেয়েছি। সাধারণ মানুষ আমাদের ডাকে সাড়া দিয়েছেন। মানুষ আমাদের প্রার্থী অনন্য়া রায় চক্রবর্তীকে সমর্থন করছে দেখে ভীত সন্ত্রস্ত হয়ে তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী এসব কথা বলেছেন।’ পাশাপাশি, বিধায়ক থাকাকালীন অরূপ চক্রবর্তী বালি, কয়লার টাকা লুঠ করেছেন, এমন অভিযোগও তুলেছেন বিজেপি বিধায়ক। তৃণমূলকে চোর বলেও সরাসরি নিশানা করেন তিনি।