AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Humayun Kabir: আমাকে অপমান করে এখন চুল কোঁকড়াচ্ছে: হুমায়ুন

Humayun Kabir: আমাকে অপমান করে এখন চুল কোঁকড়াচ্ছে: হুমায়ুন

সুজয় পাল

| Edited By: Avra Chattopadhyay

Updated on: Dec 10, 2025 | 7:14 PM

Share

Humayun Kabir on TMC: সাম্প্রতিককালে হুমায়ুন ও তৃণমূলের সম্পর্কের জল গড়িয়েছে বহু দূর। কখনও তিনি বলেছেন, দল ছাড়ার কথা। কখনও বলেছেন, নতুন দল গড়ার কথা। অবশ্যই কোনওটাই এখনও হয়ে ওঠেনি। এই আবহেই ভরতপুরের বিধায়কের দাবি, হাত কামড়াচ্ছে তৃণমূল।

মুর্শিদাবাদ: টের পেয়েছে তৃণমূল, দাবি ভরতপুরের নিলম্বিত বিধায়ক হুমায়ুন কবীরের। তাঁর দাবি, ‘এখন অনেক বুঝেছে ওরা। ৪ তারিখ আমাকে ওত অপমান করল। কিন্তু এখন ওরা বুঝতে পেরেছে। হুমায়ুন কবীরকে এত অপমান করে চুল কোঁকড়াচ্ছে।’

সাম্প্রতিককালে হুমায়ুন ও তৃণমূলের সম্পর্কের জল গড়িয়েছে বহু দূর। কখনও তিনি বলেছেন, দল ছাড়ার কথা। কখনও বলেছেন, নতুন দল গড়ার কথা। অবশ্যই কোনওটাই এখনও হয়ে ওঠেনি। এই আবহেই ভরতপুরের বিধায়কের দাবি, হাত কামড়াচ্ছে তৃণমূল। তাঁর সংযোজন, ‘হুমায়ুন কবীরকে নিয়ে কত কথা। গদ্দার, হেনতেন বলছিল। আজ কী হল? ২২ তারিখ অবধি শুধু অপেক্ষা করুন। আমি নিজের দলকে মানুষের সামনে তুলে ধরব।’

Published on: Dec 10, 2025 07:14 PM