TMC Union: টোটো প্রতি ৩২০ টাকা তুলেছে TMC ইউনিয়ন! তাও আবার সাংসদের উপস্থিতিতেই
সাংসদ মিতালি বাগের দাবি, ইউনিয়ন যে উদ্যোগ নিয়েছে তা সাধুবাদ দেওয়ার যোগ্য। ইউনিয়ন সবটাই নিয়ন্ত্রণ করছে বলে জানিয়েছেন তিনি। তাঁর উপস্থিতিতেই ঘটা করে অনুষ্ঠান করা হয়েছে। আর সেখানেই নেওয়া হয়েছে টাকা।
ইউনিয়নের নামে তোলাবাজি! এমনই অভিযোগ উঠল হুগলিতে। জড়াল শাসক দলের নাম। তৃণমূলের ইউনিয়ন টোটোওয়ালাদের কাছ থেকে ৩২০ টাকা করে তুলেছে বলে অভিযোগ। এখানেই শেষ নয়, মাসে মাসে ১০০ টাকা করে নেওয়া হচ্ছে বলেও দাবি টোটোওয়ালাদের। উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ মিতালি বাগ। তাঁর উপস্থিতিতেই হয়েছে রেজিস্ট্রেশন।
বিজেপি এই অভিযোগের কড়া সমালোচনা করেছে। তৃণমূল নেতাদের দাবি, জমায়েত-মিছিল করার জন্য ৩২০ টাকা করে নেওয়া হয়েছে। মিতালি বাগ বলেন, “ওরা সবটা নিয়ন্ত্রণ করবে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মিতালি বাগ।”
Latest Videos
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না

