Ankush Hazra: অঙ্কুশের পোস্ট দেখে যখন চিন্তার ভাঁজ ভক্তদের কপালে…
মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় হঠাৎই এবার পোস্ট নিয়ে হাজির অভিনেতা অঙ্কুশ হাজরা। যেখানে লেখা, ‘আমার আহত হওয়ায় যাঁরা খুশি, তাঁরা জানেনা জীবন যুদ্ধে লড়াই করার আমার স্টাইলটা অনেকটা গরম কফি পান করার মতো। একটা হালকা ফুঁ-ই যথেষ্ট সেটাকে ঠাণ্ডা করে গিলে নেওয়ার জন্যে।’ পোস্ট দেখে যখন চিন্তার ভাঁজ ভক্তদের কপালে, ঠিক তখনই তিনি দিলেন চমক। লিখেছেন, এটা তাঁর না ‘মির্জা’র কথা, সেটা তিনি বলবেন না।
আবারও নজর কাড়লেন শাহরুখ
কাছের মানুষের নিমন্ত্রণ রক্ষা করার চেষ্টা করেন শাহরুখ খান—বরাবরই। এবার কর্মচারীর গৃহপ্রবেশে হাজির হলেন কিং। শুধু তাই-ই নয়, ইতিহাসও গড়লেন, নিজে হাতে বাড়ির নেমপ্লেট লাগিয়ে দিলেন তিনি। ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই প্রশংসার বন্যা।
এ কী বলে ফেললেন করণ?
তিনি করণ জোহর, বলিউড সেলিব্রিটিদের অন্দরমহলের কথা তাঁর অজানা নয়। ফলে এবার ছবির প্রচার নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন তিনি। তাঁর কথায়, ”ছবির ভাল রিভিউর জন্যে অনেক সময় প্রযোজক বা PR টিম নিজেদের প্রতিনিধিকে সিনেমাহলে পাঠান, যাতে ছবির ভাল রিভিউ আসে। অনেক সময় এমন কিছু ফিল্ম সমালোচককে দেখবেন, যাঁরা ছবিকে স্টার দিয়ে মান বিচার করেন, পরে তাঁদেরও খুঁজে পাবেন না।”
খুব একটা পিছিয়ে নেই কিং
বছর শেষে মুক্তি পেয়েছিল দুই ব্লকবাস্টার ছবি, ‘ডানকি’, ‘সালার’। সালার ইতিমধ্যেই ৬০০ কোটির দরজায় পা রাখলেও ‘ডানকি’-ও নেহাতই কম আয় করছে না। ১২ দিনের মাথায় বিশ্বজুড়ে ৪০০ কোটি আয় করল শাহরুখ খানের ছবি। এখন দেখার, কিং-এর এই বক্স অফিস দৌড় কোথায় গিয়ে থামে।
ভাইরাল ইরা
রাত পোহালেই আমির খান কন্যা ইরা খানের বিয়ে। ঠিক তার আগের দিনই সাধারণ লুকে ধরা দিলেন তিনি হলেন ফ্রেমবন্দি। পাপারাৎজিরা তাঁকে দেখামাত্রই শুভেচ্ছার বন্যা বইয়ে দিলেন। তবে স্টারকিডের এই সহজ লুককে আবার অনেকেই ভরিয়ে তুলছেন প্রশংসায়।
এ কী বললেন অঙ্কুশ?
মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় হঠাৎই এবার পোস্ট নিয়ে হাজির অভিনেতা অঙ্কুশ হাজরা। যেখানে লেখা, ‘আমার আহত হওয়ায় যাঁরা খুশি, তাঁরা জানেনা জীবন যুদ্ধে লড়াই করার আমার স্টাইলটা অনেকটা গরম কফি পান করার মতো। একটা হালকা ফুঁ-ই যথেষ্ট সেটাকে ঠাণ্ডা করে গিলে নেওয়ার জন্যে।’ পোস্ট দেখে যখন চিন্তার ভাঁজ ভক্তদের কপালে, ঠিক তখনই তিনি দিলেন চমক। লিখেছেন, এটা তাঁর না ‘মির্জা’র কথা, সেটা তিনি বলবেন না।
দর্শকই ভগবান
টোটা রায়চৌধুরী ও মিমি চক্রবর্তীর আগামী প্রজেক্ট ‘যাহা বলিব সত্য বলিব’ নিয়ে এখন চর্চা তুঙ্গে। সেই সিরিজ প্রসঙ্গে কথা বলতে গিয়ে এবার টোটা রায়চৌধুরী বললেন, ”ভক্তই আমাদের ভগবান। আমি নিষ্ঠার সঙ্গে নৈবেদ্য সাজিয়ে দিতে পারি। গ্রহণ করা বা না করাটা তাঁদের ওপর। তবে দর্শক সাধারণত আমাদের ভালবাসাই দিয়ে এসেছেন। ”
‘হাতে তার নিয়ে কোথায় চললেন?’
মাত্র একমাসের ছুটি কাটিয়ে আবারও প্রকাশ্যে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বর্ষবরণের ছবি শেয়ার করতেই এবার হলেন ট্রোলের শিকার। হাতে তার নিয়ে কোথায় চললেন? ইলেকট্রিকের কাজ করছেন? দামি হ্যান্ড ব্যাগ হাতে নিয়ে পোজ় দিতেই ট্রোলের শিকার শুভশ্রী।
হানিমুনে সন্দীপ্তা
২০২৩-এ বিয়ে সেরেছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন ও সৌম্য মুখোপাধ্যায়। গত ৭ই ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েছেন তাঁরা। তবে বিয়ের পর হালকা আউটিং কিংবা ডিনার হলেও হানিমুন ছিল স্থগিত। এবার হাতের কাজ মিটিয়ে পাহাড়ে পাড়ি দিলেন জুটি। বছরের শুরুতেই খানিকটা ছুটি কাটাতে একান্তে হারালেন সন্দীপ্তা-সৌম্য।
ট্রোল ঝড়ে শ্বেতার ধারাবাহিক
বড়পর্দার পর আবার ছোটপর্দায় ফিরছেন শ্বেতা ভট্টাচার্য। এবার ধারাবাহিকের নাম ‘কোন গোপনে মন ভেসেছে’…। সেখানেই শ্বেতাকে শাড়ি পরে, শান্ত বউয়ের লুকে ফ্রেমবন্দি করা হতেই নেটিজেনদের মত, ”সেই শাড়ি পরা, চুল বাঁধা আরও এক অবাস্তব বউমা।” কেউ কটাক্ষ করে লিখলেন, ”বাংলা ধারাবাহিক প্রেম আর বিয়ে থেকে এগোতে পারছে না।”