RG Kar Doctor Death Update: বিচার চাই আন্দোলনের এ কোন রূপ, অপরাজিতার মনে প্রশ্ন
শহরের এই পরিস্থিতি যেন কেউই মেনে নিতে পারছেন না। ৯ অগস্ট আরজি কর-এ ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদেই মঙ্গলবার ছিল নবান্ন ঘেরাও অভিযান। সে দিন শহরের যা চেহারা দেখেছেন শহরবাসী সেটা মেনেই নিতে পারছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। তাঁর মত, যাঁরা ঢিল ছোড়ে তাঁরা ছাত্রসমাজ হতে পারে না।
বিরক্ত অপরাজিতা আঢ্য
শহরের এই পরিস্থিতি যেন কেউই মেনে নিতে পারছেন না। ৯ অগস্ট আরজি কর-এ ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদেই মঙ্গলবার ছিল নবান্ন ঘেরাও অভিযান। সে দিন শহরের যা চেহারা দেখেছেন শহরবাসী সেটা মেনেই নিতে পারছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। তাঁর মত, যাঁরা ঢিল ছোড়ে তাঁরা ছাত্রসমাজ হতে পারে না।
সুখবর দিলেন দেব
আরজি কর কাণ্ডের ফুঁসছে যখন গোট দেশ, তখনই বিনোদন থেকে সরে দাঁড়াতে অভিনেতা তা সাংসদ দেব সিদ্ধান্ত নিয়েছিলেন খাদান ছবির টিজার মুক্তি করবেন না। খবর শুনে মন খারাপ হয়েছিল ভক্তদের। তবে খুব বেশিদিন অপেক্ষা করতে হল না। অবশেষে সুখবর দিলেন সুপারস্টার। ২৯ অগস্ট মুক্তি পেতে চলেছে খাদান ছবির টিজার।
নবনীতার শুভেচ্ছা
জিতু কামাল ও নবনীতা দাসের সম্পর্কের পথ চলা শেষ হয়েছে। তবুও কী কোথাও গিয়ে থেকে যায় রেশ? জিতু কামালের জন্মদিনে শুভেচ্ছা জানাতে তাই ভুললেন না নবনীতা। মিলেছে তার উত্তরও। যদিও খুব একটা যোগাযোগ নেই একে অপরের সঙ্গে।
সরব বিরসা
ঘটনার প্রতিবাদে প্রথম দিন থেকে সোচ্চার বিরসা দাশগুপ্ত ও বিদিপ্তা চক্রবর্তী। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় নজরে এল বিরসা দাশগুপ্তের একটি পোস্ট। তবে পরিচালক নয়, দুই কন্যা সন্তানের পিতা হিসাবে সেই পোস্ট বিরসার। লিখলেন, ‘স্নেহ প্রদর্শন এবং বিকৃতির মধ্যে পার্থক্য রয়েছে। চারপাশে ঘুরে বেড়ানো বিকৃত মানসিকতার মানুষদের থেকে সাবধান থাকুন।’
টলিউড বক্স অফিস
আরজি কর ইস্যুতে টলিউডের কিছু ব্যক্তির অবস্থান নিয়ে উঠেছে প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় ফের ‘বয়কট টলিউড’ ট্রেন্ডের ছয়লাপ! এর সরাসরি প্রভাব পড়েছে স্বাধীনতা দিবসে মুক্তি পাওয়া দুটি ছবির ব্যবসায়। রাজ চক্রবর্তী পরিচালিত ‘বাবলি’ এবং সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘পদাতিক’ মুক্তি পেয়েছিল ১৫ই অগস্ট। তবে খুব একটা লাভ চোখে পড়ল না।
বিস্ফোরক দেবলীনা
এবার টলিপাড়ার কাস্টিং কাউচ নিয়ে সরব অভিনেত্রী দেবলীনা দত্ত। একবাক্যে স্বীকার করে নিলেন টলিপাড়ায় কাস্টিং কাউচ রয়েছে। এমনকি জানান, যে এই বিষয়গুলির সঙ্গে ইন্ডাস্ট্রির অনেক মেয়েরাও যুক্ত থাকে। দেবলীনা বলেন,”আমি প্রথম দিন থেকে বলে আসছি বাংলা ইন্ডাস্ট্রির অন্দরে মেয়েদের হেনস্থার জায়গা রয়েছে, আমার এই বক্তব্য দ্বিমতের জায়গা তৈরি হবে। বিতর্ক তৈরি হতে পারে, কারণ অনেক মহিলা এই কাস্টিং কাউচের অঙ্গ। কিন্তু হেনস্থার জায়গাও রয়েছে।
কাঞ্চন বনাম পিঙ্কি
আরজি কর কাণ্ড নিয়ে প্রথম দিন থেকে সরব অভিনেত্রী তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দেপাধ্যায়। মঙ্গলবারের নবান্ন ঘেরাও অভিযানকে কটাক্ষ করে পিঙ্কি একটি পোস্ট শেয়ার করেছিলেন। তাঁর এই পোস্টে দর্শকের প্রতিক্রিয়া এগুলো পিঙ্কি বন্দ্যোপাধ্যায় ইচ্ছা করে দায়িত্ব নিয়ে কাঞ্চন মল্লিককে অ্যাটাক করছে। যদিও এ সময়ে এই ধরনের মন্তব্যে সটান জবাবও দিয়েছেন তিনি।
কেন ভেঙেছিল নাতাশার প্রেম
অভিনেতা আলি গনির সঙ্গে চার বছর সম্পর্কে ছিলেন হার্দিক পান্ডের প্রাক্তন স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচ। জানেন, অভিনেতার সঙ্গে কেন সম্পর্ক ভেঙেছিল নাতাশার? সম্প্রতি ফাঁস করেছেন তাঁর প্রাক্তন প্রেমিক। একটি শোয়ে এসে নাম না করে তিনি জানিয়েছেন তাঁর প্রাক্তন প্রেমিকা পরিবারের সঙ্গে থাকতে রাজি ছিলেন না, তাই সেই সম্পর্ক ভাঙতে তিনি বাধ্য হয়েছিলেন।
সুখবর দিলেন শ্রদ্ধা
এই মুহূর্তে সাফল্যের শিখরে রয়েছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। নেপথ্যে ‘স্ত্রী ২’। বক্স অফিসে ছবি হিট হওয়ার পরই নতুন সুখবর শোনালেন অভিনেত্রী। আরব সাগরের পাশে অভিনেতা হৃত্বিক রোশনের একটি ফ্ল্যাট রয়েছে। সেই ফ্ল্যাটটিই ভাড়া নিচ্ছেন শ্রদ্ধা।