Arindam Sil: আলোচনার কেন্দ্রবিন্দুতে অরিন্দম, এবার তাঁকে নিয়ে মুখ খুললেন সঙ্গী শুক্লা

Tollywood: টলিউড পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেন এক অভিনেত্রী। সেই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিচালক। এই বিতর্কিত পরিস্থিতিতে মুখ খুললেন অরিন্দমের সঙ্গী শুক্লা দাস। তিনি জানালেন, পরিচালকের ভাল মানুষির সুযোগ নেওয়া হচ্ছে। তাঁকে জালে ফাঁসানো হয়েছে। কী করে ঘটল এটা বুঝতেই পারছেন না তাঁরা।

Arindam Sil: আলোচনার কেন্দ্রবিন্দুতে অরিন্দম, এবার তাঁকে নিয়ে মুখ খুললেন সঙ্গী শুক্লা
| Edited By: | Updated on: Sep 12, 2024 | 11:49 PM

বিস্ফোরক অরিন্দম সঙ্গী শুক্লা

টলিউড পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেন এক অভিনেত্রী। সেই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিচালক। এই বিতর্কিত পরিস্থিতিতে মুখ খুললেন অরিন্দমের সঙ্গী শুক্লা দাস। তিনি জানালেন, পরিচালকের ভাল মানুষির সুযোগ নেওয়া হচ্ছে। তাঁকে জালে ফাঁসানো হয়েছে। কী করে ঘটল এটা বুঝতেই পারছেন না তাঁরা।

প্রকাশ্যে শুভশ্রী কন্যা

১২ সেপ্টেম্বর চার বছরে পা দিল রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়ের একমাত্র ছেলে ইউভান চক্রবর্তী। ছেলের জন্মদিনের শুভক্ষণে প্রথমবার মেয়ে ইয়ালিনির ছবি প্রকাশ্য়ে আনলেন নায়িকা। দুই ভাই বোনের কয়েকটা মিষ্টি ছবি পোস্ট করেছেন নায়িকা। সেই ছবি পোস্ট করে শুভশ্রী লেখেন, “শুভ জন্মদিন দাদা। আমি তোমায় ভালবাসি।”

অরিজিতের পথে হাঁটলেন শ্রুতি

অরিজিত্‍ সিং, সৌরভ দাসের পর এবার শ্রুতি দাস। তিলোত্তমা কাণ্ডের বিচার চেয়ে গান বেঁধেছিলেন গায়ক এবং অভিনেতা দুজনেই। এবার সেই তালিকায় জুড়ল অভিনেত্রীর নামও। নিজের তৈরি গান পোস্ট করলেন নিজের ইনস্টাগ্রামের পাতায়। তাঁর এই পোস্ট ভরে গিয়েছে একগুচ্ছ ইতিবাচক মন্তব্যে।

জমজমাট পার্টি
চার বছর পূর্ণ করল রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রথম সন্তান ইউভান চক্রবর্তী। তিলোত্তমা এখনও বিচার পায়নি, তাই মন ভাল নেই মায়ের। তবে এরই মধ্যে ছেলের জন্মদিন ফিকে হতে দিলেন না তিনি। শহরের এক শপিং মলেই ধুমধাম করে আয়োজন করা হল ইউভানের জন্মদিনের অনুষ্ঠান। মেয়ে ইয়ালিনিকে কোলে নিয়ে ছেলের সঙ্গে সেলিব্রেশন মোডে শুভশ্রী।

কেন নেই সলমন?
শোনা যাচ্ছে এই মুহূর্তে শহরে অর্থাৎ মুম্বইয়ে নেই সলমন খান। রশ্মিকা মান্দানার সঙ্গে আগামী ছবির শুটিংয়ে ব্যস্ত তিনি। কিছু দিন আগেই শুটিং সেট থেকে ছবি শেয়ার করেছিলে রশ্মিকা। ছবির নাম ‘সিকান্দর’। ব্যক্তিগত তিক্ততা নয়, মালাইকার বাবার মৃত্যুর খবর শুনেও হাজির হতে পারেননি সলমন, জানা যাচ্ছে এমনটাই।

প্রেমিকার ‘লেগপুলিং’
যখনই নতুন কোনও রান্না এক্সপেরিমেন্ট করা হয় তখন আমাকেই Guinea Pig হতে হয়। তারপর আমাকে জিজ্ঞেস করা হয় কেমন লাগল? আর তখন আমি আমার জীবনের সেরা অভিনয়টি প্রদর্শন করি– হ্যাঁ প্রেমিকা ঐন্দ্রিলার রান্না খেয়ে এমনটাই বলছেন অঙ্কুশ। যদিও তাঁর বক্তব্য সবটাই মজার ছলে, প্রেমিকা নাকি খুব ভাল রান্না করেন

কবে বিয়ে করছেন অনিন্দ্য?

কবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়? এবার TV9 বাংলায় খোলসা করলেন অভিনেতা। বললেন, সিরিয়ালে এই মুহূর্তে আমার ২১ নম্বর বিয়ে চলছে। সিরিয়ালে বিয়ে করতে-করতে ক্লান্ত। আর যদি বাস্তব জীবনের কথা বলি, তাহলে আমার খুব কাছের বন্ধুরা বলেন, বিয়ে না করতে। ওঁদের কথা শুনে চলতে ভালবাসি। যেদিন আমার কাছের বন্ধু-বান্ধবরা বিয়ে করতে বলবেন, সেদিন আমি বিয়ে করব।’

প্রতিবাদে সুদীপ্তার মেয়ে
তিলোত্তমার প্রতিবাদে এবার নিজের মত করে সরব হল সুদীপ্তা চক্রবর্তীর মেয়ে। পিয়ানো বাজিয়ে ধরল উই স্যাল ওভার কাম গান। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো শেয়ার করে অভিনেত্রী বললেন, ‘ওরা কিন্তু জানে কী হচ্ছে। ওরা কিন্তু বোঝে কী হয়েছে। ওরাও চায়, জয় আসুক শিগগিরই।

ট্রোল্ড ইমন

বিচারও চাই, উৎসবও চাই’ সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করে এবার চরম কটাক্ষের শিকার ইমন চক্রবর্তী। সঙ্গে গায়িকা লেখেন, ‘ঢাকি থেকে ফুচকাওয়ালা, সবার মুখে হাসি চাই’। তবে এই পোস্টের কারণে, রীতিমতো ট্রোল হয়েছেন গায়িকা। পোস্টে একজন মন্তব্য করলেন, ‘নির্যাতিতার বাবা-মায়ের মুখে কীভাবে হাসি ফুটবে সেটা ভেবেছেন?’

Follow Us:
উৎসবের সঙ্গে প্রবাসে পুজোয় জারি প্রতিবাদও
উৎসবের সঙ্গে প্রবাসে পুজোয় জারি প্রতিবাদও
ভারতের হাতে নতুন ব্রহ্মাস্ত্র, এয়ার ডিফেন্সে এলিট ক্লাবে ভারত
ভারতের হাতে নতুন ব্রহ্মাস্ত্র, এয়ার ডিফেন্সে এলিট ক্লাবে ভারত
চাপ বাড়ছে মধ্যবিত্তের, বাড়তে পারে হোম লোনের ইএমআই!
চাপ বাড়ছে মধ্যবিত্তের, বাড়তে পারে হোম লোনের ইএমআই!
'রান্নাঘর'-এ কণীনিকার সঙ্গী মেয়ে কিয়া! মা-মেয়ের জুটিকে নিয়ে শুরু আলোচন
'রান্নাঘর'-এ কণীনিকার সঙ্গী মেয়ে কিয়া! মা-মেয়ের জুটিকে নিয়ে শুরু আলোচন
কীভাবে কলকাতার একটি ছেলে হয়ে উঠলেন ভারতীয় সিনেমার মিঠুনদা?
কীভাবে কলকাতার একটি ছেলে হয়ে উঠলেন ভারতীয় সিনেমার মিঠুনদা?
Katrina Kaif: চিন্তিত ভক্তরা, হঠাৎ কী হল নায়িকার! সব ঠিক আছে তো?
Katrina Kaif: চিন্তিত ভক্তরা, হঠাৎ কী হল নায়িকার! সব ঠিক আছে তো?
'ডাক্তারদের ভয় করে', ভাইরাল অরিজিতের পুরনো ভিডিয়ো
'ডাক্তারদের ভয় করে', ভাইরাল অরিজিতের পুরনো ভিডিয়ো
স্কুলের গন্ডি পার করেনি,বাবা অভিষেকের মৃত্যুর ২ বছরে বড় সিদ্ধান্ত
স্কুলের গন্ডি পার করেনি,বাবা অভিষেকের মৃত্যুর ২ বছরে বড় সিদ্ধান্ত
চাইল্ড শেল্টারে অস্ত্রাগার, শিশুরা যখন ‘হাতিয়ার’
চাইল্ড শেল্টারে অস্ত্রাগার, শিশুরা যখন ‘হাতিয়ার’
শেষে কিনা আমির খানকে নিয়েই রসিকতা শাহরুখ খানের! কী হয়েছে জানেন?
শেষে কিনা আমির খানকে নিয়েই রসিকতা শাহরুখ খানের! কী হয়েছে জানেন?