Panchayat Election 2023: টোটোয় চেপে ক্রীড়া প্রতিমন্ত্রী
আজ বাঁকুড়ার ১ নম্বর ব্লকের দামোদরপুর গ্রামে মন্দিরে পুজো দিয়ে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার চালান মনোজ তিওয়ারি। বাঁকুড়া এক নম্বর ব্লকের দামোদরপুর গ্রামে মন্দিরে পুজো দিয়ে পঞ্চায়েত নির্বাচনের দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে নামেন জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা রাজ্যের ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি।
টোটো চালিয়ে আগামী গ্রাম পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে নামলেন রাজ্যের মন্ত্রী মনোজ তেওয়ারি। আজ বাঁকুড়ার ১ নম্বর ব্লকের দামোদরপুর গ্রামে মন্দিরে পুজো দিয়ে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার চালান মনোজ তিওয়ারি। বাঁকুড়া এক নম্বর ব্লকের দামোদরপুর গ্রামে মন্দিরে পুজো দিয়ে পঞ্চায়েত নির্বাচনের দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে নামেন জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা রাজ্যের ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। এলাকার তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রার্থী অপর্ণা রায়, পঞ্চায়েত সমিতির প্রার্থী রঞ্জু সোরেন ও জেলা পরিষদের প্রার্থী শিবাজী বন্দ্যোপাধ্যায়-এর সমর্থনে প্রচারে নামেন মনোজ তিওয়ারি। গ্রামে ঘুরে ঘুরে প্রচারের ফাঁকে প্রচারের কাজে ব্যবহার করা টোটোর আসনে চেপে বসেন মনোজ তিওয়ারি। টোটো চালিয়ে ওই গ্রামে রাজ্যের বিভিন্ন উন্নয়ন মূলক প্রচার চালান মনোজ তিওয়ারি। তাঁর দাবি, আগামিদিনেও এভাবেই রাজ্যের বিভিন্ন প্রান্তে উন্নয়নের টোটো এগিয়ে চলবে।