AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan Law: পাকিস্তানে সব হয়, তাই তো গাছের 'হাতে' পড়ে হাতকড়া!

Pakistan Law: পাকিস্তানে সব হয়, তাই তো গাছের ‘হাতে’ পড়ে হাতকড়া!

rahul Sadhukhan

|

Updated on: Jan 11, 2024 | 7:59 PM

Share

মানুষ তো নয়ই, পাকিস্তানে কি এখন একটা গাছও নিরাপদ নয়? গাছেরও গ্রেফতারি হয় সেখানে। পাকিস্তানে এ কেমন আইন?

মানুষ তো নয়ই, পাকিস্তানে কি এখন একটা গাছও নিরাপদ নয়? গাছেরও গ্রেফতারি হয় সেখানে। সেই প্রশ্ন কিন্তু এবার উঠছে। সম্প্রতি দেখা গেছে বাস্তব একটি বটগাছের কোমরে দড়ির মতো বেরিয়ে পরানো রয়েছে।

 

কিন্তু গাছের আবার অপরাধ কি যার জন্য একেবারে আইনি আটক? পাক সরকার নয়, বটগাছের গ্রেপ্তারির পেছনে আসল কারণ এক ইংরেজ অফিসারের রোষ। পেশোয়ারের গাছটিকে দেখলে মনে হবে হাতকড়া পরানো । কিন্তু মনে হওয়ার নয় সত্যি সত্যি আটক করা হয়েছিল এই গাছটিকে ১৮৯৯ সালে। তাহলে শুনুন আসল কাহিনী। এক ব্রিটিশ অফিসার জেমস স্কুইড নেশাগ্রস্ত অবস্থায় এই গাছটিকে আটক করেন।

জেমস স্কুইড ওই জায়গায় দায়িত্বপ্রাপ্ত অফিসার ছিলেন। একদিন নেশার ঘোরে এই গাছের পাশ দিয়ে যাওয়ার সময় তাঁর মনে হয় গাছটি তাঁর কাছ থেকে পালাচ্ছে। তিনি ভীষণ রেগে গেলেন। মেস সার্জেন্টকে নির্দেশ দিলেন, একে অ্যারেস্ট করে শিকল দিয়ে মাটিতে বেঁধে রাখো। যাতে আর পালাতে না পারে। তারপর থেকে আজ পর্যন্ত ১২৫ বছর ধরে লোহার শিকল দিয়ে ২৪ ঘণ্টা বেঁধে রাখা হয় সেই গাছকে।

তবে গ্রেফতারের নির্দেশ জেলা পালন করেছিলেন তারা হাসি চাপতে পেরেছিলেন কিনা সেটা জানা যায়নি।

Published on: Jan 11, 2024 04:47 PM