AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Donald Trump: আমেরিকায় ট্রাম্পের জয়জয়কার! কী প্রভাব পড়বে বাংলাদেশের রাজনীতিতে?

Donald Trump: আমেরিকায় ট্রাম্পের জয়জয়কার! কী প্রভাব পড়বে বাংলাদেশের রাজনীতিতে?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 10, 2024 | 11:34 PM

Share

মাথার উপরে অভিযোগের পাহাড়। তার পরেও রেকর্ড ভোটে জিতে ট্রাম্প ফের আমেরিকার প্রেসিডেন্ট। কোন মন্ত্রে কমলা হ্যারিসকে হারালেন ট্রাম্প? কেমন হবে হোয়াইট হাউসে তাঁর দ্বিতীয় ইনিংস? চাঙ্গার করতে পারবেন মার্কিন অর্থনীতি? বন্ধ হবে বিশ্বজোড়া যুদ্ধ? নাকি এ সবই ট্রাম্পের বড়াই? কোন পথে গড়াবে ভারতের সঙ্গে সম্পর্ক?

হোয়াইট হাউসের দখল নিলেন ডোনাল্ড ট্রাম্প। আর বিশ্ব রাজনীতির নিরিখে এই ফলাফল তাৎপর্য্যপূর্ণ বটেই। ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধ ঘিরে উত্তপ্ত পশ্চিম এশিয়া। অন্যদিকে চলছে রাশিয়া ইউক্রেন রক্তক্ষয়ী যুদ্ধ। গোটা বিশ্ব যেন বারুদের স্তুপের উপর বসে। এমন সময়ে এই ফলাফল কীভাবে প্রভাবিত করবে বিশ্ব রাজনীতি? ভারতের অর্থনীতি এবং বিদেশনীতির উপরই বা কতটা প্রভাব পড়বে? বাইডেনের শাসনকালে বেশ কয়েকবার হোয়াইট হাউস এবং দিল্লির সাউথ ব্লকের মধ্যে টানাপোড়েন চলেছে। নতুন প্রেসিডেন্ট ইলেক্টের জমানায় পাল্টাবে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক? কোন দিকে গড়াবে জল?

বাজিগর ট্রাম্প

রিপাবলিকান বনাম ডেমোক্র্যাটস। হাতি বনাম গাধার লড়াই। মুখোমুখি দুই প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প আর কমলা হ্যারিস। লড়াইটা শুরু হয়েছিল দু বছর আগেই। ১৫ নভেম্বর, ২০২২। প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন ২০২৪-এর রাষ্ট্রপতি নির্বাচনী দৌড়ে লড়বেন তিনি। তখনও অবশ্য তাঁর বিপক্ষে ছিলেন বিদায়ী রাষ্ট্রপতি জো বাইডেন। কিন্তু সব কিছুই পাল্টে গেল এই বছরের মাঝামাঝি সময় থেকে। ১৩ জুলাই ২০২৪। যুযুধান শিবিরে প্রচারের পারদ চড়ছিল। যার ক্লাইমাক্সটা ঘটে গিয়েছিল পেনসিলভেনিয়ার বাটলারে। ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি মামলা। আটটি যৌন নিগ্রহের মামলা। তাও দ্বিতীয়বার মসনদে ফিরলেন ট্রাম্প। শুধু ফিরলেনই না তাঁর ঝুলিতে পপুলার ভোটের শতাংশও ২০১৬র থেকে বেশি। বাইডেনের সমর্থন ও ডেমোক্র্যাটদের আস্থা নিয়ে ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন ভারতীয় বংশোদ্ভুত কমলা। এক্সিট পোলের সমীক্ষাতেও এগিয়ে ছিলেন। কিন্তু কোন মন্ত্রকে হাতিয়ার করে এগিয়ে গেলেন ট্রাম্প?

নতুন অঙ্ক বাংলাদেশে?

মার্কিন মুলুকের মসনদবদলে বিশ্বরাজনীতির সঙ্গে সঙ্গে পাল্টে যেতে পারে উপমহাদেশের রাজনীতিও। ভারতের বিদেশনীতিতে ট্রাম্পের জয় যেন কোথাও স্বস্তি দিচ্ছে নয়াদিল্লিকে। আর হবে নাই বা কেন? ভারত প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে সম্পর্কে ভারতের উপর এখন ত্রিমুখী চাপ। চীন পাকিস্তান ছিলই, হাসিনা সরকারের পতনের পর এখন বাংলাদেশ। ট্রাম্প আসায় বাংলাদেশের অবস্থার কি পাল্টাবে?

ডোনাল্ডের ‘ট্রাম্প’ কার্ড

আগুন। বিশ্ব জুড়ে আগুন। সেই আগুনে ছাড়খার হচ্ছে পশ্চিম এশিয়া। ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধের মোড় ঘুরছে প্রতিদিন। সরাসরি যুদ্ধের ময়দানে ইরান। অস্থিরতা ছড়াচ্ছে দিকে দিকে। পাশাপাশি এখনও চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ। মার্কিন প্রেসিডেন্ট। এখন সেই আসনে ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প কি পারবেন এই যুদ্ধ বন্ধ করতে? দ্বিতীয়বার প্রেসিডেন্টের চেয়ারে বসে ট্রাম্প কীভাবে শান্তি ফিরিয়ে আনতে তৎপর হবেন? ট্রাম্পের প্রত্যাবর্তনের পিছনে এই যুদ্ধের ভূমিকাই বা কী?

‘বন্ধু’ ভারতের ‘অচ্ছে দিন’!

ট্রাম্পের জয়। উচ্ছসিত নয়াদিল্লি। খালিস্তান ইস্যু কিংবা রাশিয়ার সঙ্গে সম্পর্ক। বেশ কয়েকবার বাইডেন প্রশাসনের সঙ্গে নরম-গরম সংঘাতে জড়িয়েছে ভারত।ট্রাম্পের প্রত্যাবর্তনে কীভাবে পাল্টাবে সমীকরণ? ‘আমেরিকান ড্রিম’ সত্যি করতে প্রতিদিন লক্ষ লক্ষ ভারতীয় পাড়ি দেন মার্কিন মুলুকে, তাঁদের কাছে কতটা গ্রহণযোগ্য ট্রাম্পের নীতি? তাঁরাও কি চেয়েছিলেন ট্রাম্পের এই বিপুল জয়?