Delhi Blast: হাওয়ালার মাধ্যমে ২০ লক্ষ টাকা পেয়েছিল উমর: সূত্র
Blast in Delhi: ল্লি পুলিশ সূত্রে খবর নাশকতার প্রায় ১০ দিন আগে নুহের হিদায়াত কোলোনিতে ওই ঘর ভাড়া নেওয়া হয়। সূত্রের খবর, ঘটনার দিন i20 গাড়িতে বিস্ফোরক নিয়ে ওই ভাড়ার ঘর ছাড়ে উমর। তবে ঘরে থাকলেও তাঁর উপস্থিতি নাকি একদম টের পাওয়াই যেত না। বেশিরভাগ সময় খুব ভোরের দিতে বেরিয়ে যেত।
নয়া দিল্লি: বিস্ফোরণের আগে হরিয়ানায় ঘর ভাড়া নিয়েছিল জঙ্গি ডাক্তার উমর। দিল্লি পুলিশ সূত্রে খবর নাশকতার প্রায় ১০ দিন আগে নুহের হিদায়াত কোলোনিতে ওই ঘর ভাড়া নেওয়া হয়। সূত্রের খবর, ঘটনার দিন i20 গাড়িতে বিস্ফোরক নিয়ে ওই ভাড়ার ঘর ছাড়ে উমর। এই নুহ বলে জায়গাটি আবার রাজস্থান বর্ডারের খুবই কাছে। এই জায়গাটি বিস্ফোরক রাখার কাজেই ব্যবহার করছিল উমর। ঘটনার ১০ দিন আগে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিশন শোয়েবের কাছ থেকে এই ঘর ভাড়া নেওয়া হয়।
