US Attacks Venezuela: ‘মার্কিন অভিযান জঙ্গি হামলা’, আমেরিকার বিরুদ্ধে হুঙ্কার দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্টের!
United States Attacks Venezuela: আমেরিকার আক্রমণের পরই মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে যে ভেনেজুয়েলার তেল ভান্ডারের দখল এবার নিতে চলেছে মার্কিন মুলুক। এ ছাড়াও ভেনেজুয়েলার প্রশাসনেও কতৃত্ব ফলাতে চলেছে আমেরিকা। ইতিমধ্যে সেই মর্মে ঘোষণাও করে দিয়েছে হোয়াইট হাউস। যদিও মাথা ঝোঁকাতে নারাজ মাদুরোর দেশ।
ভেনেজুয়েলাকে আক্রমণ করে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরেকে গ্রেফতার আমেরিকার। মাদক চোরাচালানের অভিযোগে তাঁকে গ্রেফতার করে ট্রাম্পের দেশের সেনা। নিউইয়র্কের ডিটেনশন ক্যাম্পে দেখা গেল সস্ত্রীর মাদুরোকে। সেই ছবি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকার এই কাজের পরই মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে যে ভেনেজুয়েলার তেল ভান্ডারের দখল এবার নিতে চলেছে মার্কিন মুলুক। এ ছাড়াও ভেনেজুয়েলার প্রশাসনেও কতৃত্ব ফলাতে চলেছে আমেরিকা। ইতিমধ্যে সেই মর্মে ঘোষণাও করে দিয়েছে হোয়াইট হাউস। যদিও মাথা ঝোঁকাতে নারাজ মাদুরোর দেশ। দায়িত্ব নিয়েই আমেরিকার বিরুদ্ধে হুঙ্কার দিয়েছেন ডেলসি রদ্রিগ্রেজ।
Published on: Jan 04, 2026 01:14 PM
Latest Videos
ফের তপ্ত ভাঙড়, মমতা-অভিষেকের বার্তা তৃণমূল নেতাদের কানে যাচ্ছে না?
ISL করতে অবশেষে নড়েচড়ে বসল AIFF
মমতাকে নন্দীগ্রামে দাঁড়ানোর চ্যালেঞ্জ শুভেন্দুর, কী বলছেন শশী পাঁজা?
ভোট লুঠ হয় বুথের ভেতরে, বাইরে বাহিনী দর্শকের ভূমিকায় থাকে: দিলীপ ঘোষ

