UTS-এ টিকিট কাটতে পারবেন না আর, কী করবেন এবার?
RailOne App: বন্ধ হয়ে যাচ্ছে ইউটিএস অ্য়াপ। লোকাল ট্রেন থেকে শুরু করে দূরপাল্লার ট্রেনের টিকিট, কোন ট্রেন কোথায় আছে, তা দেখা যেত এই অ্যাপের মাধ্যমে। এবার সেই ট্রেনের অ্যাপ বন্ধ হতে চলেছে। ইউটিএস অ্যাপের বদলে এবার শিফ্ট করা হচ্ছে নতুন প্ল্যাটফর্ম রেলওয়ানে।
বন্ধ হয়ে যাচ্ছে ইউটিএস অ্য়াপ। লোকাল ট্রেন থেকে শুরু করে দূরপাল্লার ট্রেনের টিকিট, কোন ট্রেন কোথায় আছে, তা দেখা যেত এই অ্যাপের মাধ্যমে। এবার সেই ট্রেনের অ্যাপ বন্ধ হতে চলেছে। ইউটিএস অ্যাপের বদলে এবার শিফ্ট করা হচ্ছে নতুন প্ল্যাটফর্ম রেলওয়ানে। এবার অনেকেরই এই ইউটিএস অ্যাপে অ্যাকাউন্ট রয়েছে। তাদের টাকার কী হবে? ইউটিএস অ্যাপ মার্চ মাস থেকে বন্ধ হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই সিজনাল পাস বুকিং ও পাস রিনিউয়ালের মতো ফিচার্স ইতিমধ্যেই ইউটিএস অ্যাপে বন্ধ হয়ে গিয়েছে। ইউটিএস অ্যাপের যাবতীয় সুবিধা পাওয়া যাবে রেলওয়ান অ্য়াপে।
Published on: Jan 07, 2026 07:33 PM
Latest Videos
I-PAC-এর অফিসে মমতা, উপর থেকে নামল 'সরকারি ফাইল', কী আছে তার মধ্যে?
মোটা-মোটা ফাইল তোলা হচ্ছে গাড়িতে,কী এমন আছে তাতে?
পার্থর বান্ধবী অর্পিতার মতো কারও বাড়িতে ৫১ কোটি পাবে না: শুভেন্দু
I-PAC কর্ণধারের বাড়ি থেকে সবুজ ফাইল নিয়ে বেরলেন মমতা, কী আছে তাতে?
