Vande Bharat Express News: বন্দে ভারতের ভাড়া কমছে
বন্দে ভারতের ভাড়া কমছে। জনপ্রিয় বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া এবার আসছে সাধ্যের নাগালে। সেমি হাইস্পিড এই ট্রেনে একবার চড়ার সাধ সব ভারতবাসীর। কিন্তু বাধ সাধে চড়া ভাড়া। এবার সেই ভাড়ায় কিছুটা রাশ টানতে চলেছে ভারতীয় রেল।
বন্দে ভারতের ভাড়া কমছে। জনপ্রিয় বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া এবার আসছে সাধ্যের নাগালে। সেমি হাইস্পিড এই ট্রেনে একবার চড়ার সাধ সব ভারতবাসীর। কিন্তু বাধ সাধে চড়া ভাড়া। এবার সেই ভাড়ায় কিছুটা রাশ টানতে চলেছে ভারতীয় রেল। রেল মন্ত্রকের সূত্রে জানা যাচ্ছে ভাড়া কমছে বন্দে ভারতের। বন্দে ভারতের টিকিটের দাম ক্লাস ভেদে ১২০০ থেকে ২৫০০ টাকা। রেল জানাচ্ছে স্বল্প দূরত্বের যে বন্দে ভারতের আসন পুরোপুরি ভরে না। সেই ট্রেন গুলির ভাড়া কমানো হবে। তাতে যে যাত্রীরা ভাড়ার কারণে সফর করেননি এই ট্রেনে তারাও চড়তে পারবেন। রেল বলছে নাগপুর-বিলাসপুর, ভোপাল-জবলপুর ও ইন্দোর-ভোপাল বন্দে ভারতের ভাড়া কমবে। নাগপুর-বিলাসপুর বন্দে ভারতের ৫৫% সিট রিজার্ভ হয়। ভোপাল-জবলপুর বন্দে ভারতের ২৯% সিট রিজার্ভ হয়। ইন্দোর-ভোপাল বন্দে ভারতের ২১% সিট রিজার্ভ হয়। ট্রেনগুলির চেয়ারকার ও এগজিকিউটিভ চেয়ারকারের ভাড়া যথাক্রমে ৯৫০ ও ১৫২৫ টাকা।