Dead Sea: সাঁতার না জানলেও, ডুববেন না এখানে
জর্ডন নদীর একটি হ্রদ আছে সেটিকে 'মৃত সাগর' বলা হয়। সাধারণত সমুদ্রের জলের থেকে মৃত সাগরের লবণাক্ততা ৮.৬ গুণ বেশি।
জর্ডন নদীর একটি হ্রদ আছে সেটিকে ‘মৃত সাগর’ বলা হয়। সাধারণত সমুদ্রের জলের থেকে মৃত সাগরের লবণাক্ততা ৮.৬ গুণ বেশি। মৃত সাগরের জলে লবনে আছে ৪% পটাশিয়াম ক্লোরাইড, ১৪% ক্যালসিয়াম ক্লোরাইড। সেই সাগরের জলের লবনে আছে ৩০% সোডিয়াম ক্লোরাইড ও ৫০% ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এই হ্রদটিতে লবণাক্ততার পরিমাণ ৩০%। উচ্চ প্লবতার কারণে যেকোনও ব্যক্তি এই সাগরের জলে ভাসতে পারবেন। অনেকের বিশ্বাস, এই সাগরের কাদা বিভিন্ন রোগ সারাতে পারে। এই হ্রদের জলে আছে অনেক খনিজ দ্রব্য। শ্বাসকষ্টে যাঁরা ভোগেন,তাঁরা এখানে এলে উপকার পাবেন। কারণ এখানে আছে উচ্চ বায়ুমণ্ডলীয় চাপ। সান বাথ নেওয়ার জন্য মৃত সাগর বেশ উপযোগী। এখানে সূর্যের অতি বেগুনি উপাদান কম থাকে। মৃত সাগরের জলে লবনের পরিমাণ বেশি থাকার জন্য,কোন উদ্ভিদ বাঁচতে পারে না । এই জলে কিছু ব্যাকটেরিয়া ও ছত্রাক দেখা যায়। পর্যটকরা মৃত সাগরে ঘুরতে খুব ভালবাসেন। এই জল খুব বেশি লবণাক্ত হওয়ার জন্য শরীরের ক্ষতি হতে পারে। ক্ষতি হতে পারে আপনার হার্ট ও কিডনির। এমনকি এতে আপনার মৃত্যুও হতে পারে ।