Bollywood Actor Rekha: কাকে ভুলতে পারননি, জানালেন রেখা
এক সময়ে হিট জুটি ছিল, রেখা-অমিতাভ । ২০১৪ পর রেখাকে আর বড়পর্দাতে দেখা যায়নি। কিন্তু কেন?
এক সময়ে হিট জুটি ছিল, রেখা-অমিতাভ । ২০১৪ পর রেখাকে আর বড়পর্দাতে দেখা যায়নি। কিন্তু কেন? চিত্রনাট্য রেখার পছন্দ হলেই তিনি ছবিতে অভিনয় করবেন। ভাল চিত্রনাট্যের অভাবে নাকি অনেক ছবির অফার ছেড়েছেন রেখা। বড়পর্দায় ‘সুপার নানি’ ছবিতে শেষ অভিনয় করেছেন রেখা। বর্তমানে রেখা একটি ম্যাগাজিনের জন্য ফটোশ্যুট করেছেন। তিনি একটি সাক্ষাৎকারে বলেন, সঠিক সময়ে সিনেমায় ফিরবেন। রেখাকে একটি সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়,তাঁর ভালবাসার বিষয়ে। রেখা জানান তিনি সৌন্দর্যের পুজারি। আজও নিজেকে নবাগতা মনে হয়। রেখা বলেন একবার কাউকে গভীরভাবে মনে ধরলে। তিনি আজীবন ‘তাঁকে’ মনে রেখে দেন। সারা জীবন মনের গোপনে থাকে সে। তবে কার কথা বলতে চাইছেন অভিনেত্রী। গুঞ্জন তো একজনকে নিয়েই।
Latest Videos