Vande Bharat: অনেক সস্তায় চড়া যাবে বন্দে ভারতে
এবার সস্তায় চড়া যাবে বন্দে ভারত। রেলের বড় সিদ্ধান্ত সামনে এল। ইতিমধ্যেই দেশের ২০টিরও বেশি রুটে চলছে বন্দে ভারত এক্সপ্রেস। বন্দে ভারতের টিকিটের দাম বেশি হলেও জনপ্রিয়তা উত্তরোত্তর বেড়েছে। কিন্তু এই ট্রেনের টিকিটের দামের কারণে অনেকেই বন্দে ভারতে চড়ার কথা ভাবেন না। এই অবস্থায় বন্দে ভারতের মডেলেই অন্য একটি ট্রেন আনার কথা ভাবছে রেল। এই […]
এবার সস্তায় চড়া যাবে বন্দে ভারত। রেলের বড় সিদ্ধান্ত সামনে এল। ইতিমধ্যেই দেশের ২০টিরও বেশি রুটে চলছে বন্দে ভারত এক্সপ্রেস। বন্দে ভারতের টিকিটের দাম বেশি হলেও জনপ্রিয়তা উত্তরোত্তর বেড়েছে। কিন্তু এই ট্রেনের টিকিটের দামের কারণে অনেকেই বন্দে ভারতে চড়ার কথা ভাবেন না। এই অবস্থায় বন্দে ভারতের মডেলেই অন্য একটি ট্রেন আনার কথা ভাবছে রেল। এই ট্রেনের নাম বন্দে সাধারণ। বন্দে সাধারণের বগি ও বাকি সবকিছু বন্দে ভারতের মতোই হবে। এই ট্রেনের কামরাগুলি বাতানুকূল হবে না। ট্রেনের সামনে ও পিছনে বন্দে ভারতের মতোই থাকবে ২টি লোকোমোটিভ। চেন্নাইয়ের আইসিএফে তৈরি হচ্ছে এই নতুন বন্দে ট্রেনগুলি। থাকবে ২৪টি কামরা। প্রতি কামরায় স্বয়ংক্রিয় দরজা। এছাড়াও বন্দে ভারতের মতোই থাকবে সিসি টিভি।
Latest Videos