EXCLUSIVE ছবি, বন্দে ভারত স্লিপারের ভিতরটা দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 17, 2026 | 8:16 PM

উন্নতমানের খাবার, দুর্দান্ত প্রযুক্তি পাওয়া যাবে এই ট্রেনে। বাথরুমও অন্য ট্রেনের থেকে আলাদা এই ট্রেন। বন্দে ভারত স্লিপার ট্রেনের ন্যূনতম ভাড়া হবে ৪০০ কিলোমিটারের ভিত্তিতে। ঘণ্টায় ১৮০ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ এই ট্রেনের। তবে ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতিবেগে চলবে এই ট্রেন। মোট ১৮টি কামরা রয়েছে বন্দে ভারত স্লিপার ট্রেনে। মোট ৮২৩ যাত্রী এই ট্রেনে সফর করতে পারবেন।

মালদহ থেকে শনিবার উদ্বোধন করা হল প্রিমিয়াম ট্রেনটির। চালু হল দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। ভিতরের চেহারা অন্যান্য ট্রেনের তুলনায় একেবারেই আলাদা। ঝাঁ চকচকে ইন্টেরিয়ার দেখলে চমকে যাবেন। এই ট্রেনে রয়েছে একাধিক আধুনিক সুবিধা।

উন্নতমানের খাবার, দুর্দান্ত প্রযুক্তি পাওয়া যাবে এই ট্রেনে। বাথরুমও অন্য ট্রেনের থেকে আলাদা এই ট্রেন। বন্দে ভারত স্লিপার ট্রেনের ন্যূনতম ভাড়া হবে ৪০০ কিলোমিটারের ভিত্তিতে। ঘণ্টায় ১৮০ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ এই ট্রেনের। তবে ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতিবেগে চলবে এই ট্রেন। মোট ১৮টি কামরা রয়েছে বন্দে ভারত স্লিপার ট্রেনে। মোট ৮২৩ যাত্রী এই ট্রেনে সফর করতে পারবেন।