Vastu On Washing Cloths At Night: রাতে পোশাক কাচেন! বাড়বে বিপদ
বাস্তুশাস্ত্রে নোংরা জামাকাপড় রাতে কাচা অশুভ। রাতে কাপড় কাচলে নেতিবাচক প্রভাব পড়তে পারে আপনার জীবনে। নেতিবাচক শক্তি জামাকাপড়ের মধ্যে দিয়ে আপনার জীবনে প্রভাব পড়ে। সূর্যাস্তের পরে কাপড় কাচবেন না। সূর্যাস্তের পরে কাপড় কাচলে নেতিবাচক শক্তি চলে আসে আপনার শরীরে।
সকালে তাড়াতাড়ি করে অফিস যেতে হয়। সকালে অনেকের বাড়ির কাজ করার সময় হয় না। কাপড় কাচা, বাসন মাজা অনেকেই রাতেই সেরে ফেলেন। নোংরা জামাকাপড় বেশ কিছু মানুষ রাতে কেচে নেন। বাস্তুশাস্ত্রে নোংরা জামাকাপড় রাতে কাচা অশুভ। রাতে কাপড় কাচলে নেতিবাচক প্রভাব পড়তে পারে আপনার জীবনে। নেতিবাচক শক্তি জামাকাপড়ের মধ্যে দিয়ে আপনার জীবনে প্রভাব পড়ে। সূর্যাস্তের পরে কাপড় কাচবেন না। সূর্যাস্তের পরে কাপড় কাচলে নেতিবাচক শক্তি চলে আসে আপনার শরীরে। এই জন্য আপনার কাজে সাফল্য আসবে না। রাতে কাপড় শুকালে ক্ষতিকর জীবাণু থেকে যায় আপনার পোশাকে। সূর্যের আলোর অভাবে জীবাণুমুক্ত হয় না আপনার পোশাক। একাধিক রোগ বাসা বাঁধতে পারে আপনার শরীরে। রাতে অন্তর্বাস বাইরে শুকাতে দেবেন না।
Latest Videos