Vicky Kaushal: কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...

Vicky Kaushal: কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই…

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Jul 22, 2024 | 8:47 PM

৫০০জন মানুষের হাতে মার খেতে-খেতে বাঁচেন অভিনেতা ভিকি কৌশল। কী ঘটেছিল? ভিকি জানিয়েছেন, আসল লোকেশনে কয়লা পাচারের সিনের শুটিং হয় 'গ্যাংস অফ ওয়াসিপুর' ছবির। সেই সময় ছবির নেপথ্যে কাজ করতেন ভিকি। জানিয়েছিলেন, এক ব্যক্তি এসে তাঁদের ক্যামেরাটাই ভেঙে দিতে চেয়েছিলেন। কোনওমতে প্রাণে বেঁচেছিলেন তাঁরা।

মেজাজ হারালেন রাকুল
ছবির প্রচারে গিয়ে এ কী কাণ্ড? শাড়ি পরে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেত্রী রাকুল প্রীত। সেখানেই আচমকাই হোঁচোট খান অভিনেত্রী। আর তা দেখা মাত্রই হেসে ফেলেন পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন পাপারাৎজি, তাতেই মেজাজ হারান রাকুল। প্রশ্ন করে বসেন, এতেও হাসি পাচ্ছে?

হঠাৎ কী হল নাইসা-কাজলের?
নাইসা দেবগণ ও কাজলের ভিডিয়ো ঘিরে শোরগোল নেটপাড়ায়। মায়ের সঙ্গে বিমান বন্দর থেকে বরতে দেখা গেল মেয়েকে। কিন্তু মায়ের পাশে পাশে নয়, মুখ ভার করে মায়ের পিছন পিছন হাঁটতে দেখা গেল নাইসাকে। আর তাতেই জল্পনা তুঙ্গে, তবে কি মা-মেয়ের মধ্যে বিবাদ? নেটিজ়েনদের মত, ‘ঐশ্বর্য হলে মেয়ে পাশে নিয়েই হাঁটতেন’।

এ কী বললেন করিনা?
সদ্য সইফ আলি খান প্রসঙ্গে নানা কথা শেয়ার করে নিতে দেখা যায় করিনা কাপুর খানকে। মজার ছলে বলে ফেলেন অনেক কথাই। সইফ নাকি পছন্দই করেন না করিশ্মা কাপুরকে, কেন জানেন, এসির তাপমাত্রা সইফের পছন্দ ১৬, মজা করে করিশ্মা করে দেন ২৫, তাতেই রেগে সইফ বলে থাকেন, ভাগ্যিস করিনাকে বিয়ে করেছিলাম…।

মেয়ের শেষকৃত্যে কিষাণ
কী বা এমন বয়স হয়েছিল তাঁর? মাত্র ২০ বছর। টি-সিরিজ পরিবারের কন্যা তিশা কুমারের মৃত্যু খবর এসেছিল দিন কয়েক আগেই। এ দিন অর্থাৎ সোমবার অনুষ্ঠিত হল তাঁর শেষকৃত্য। নিজের হাতে মেয়ের শেষ কাজ করতে গিয়ে শোকে বিধ্বস্ত টি-সিরিজের সহ মালিক কিষান কুমার।

এ কী করতেন জাহ্নবী?
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর জানিয়েছেন, তাঁর জীবনে এমন সময় এসেছিল, যখন তিনি প্রত্যেক মাসেই প্রেমিকের সঙ্গে ব্রেকআপ করতেন। শকে চলে যেতেন প্রেমিক। বিষয়টায় অভ্যস্থ হয়ে তিনি বলতেন, “হ্যাঁ, ঠিক আছে।” জাহ্নবী বলেছেন, “প্রেমিকের সঙ্গে ব্রেকআপের দু’দিন পর খুব কাঁদতাম এবং ফিরে যেতাম। আমি বুঝতেই পারতাম না কেন বারবার ব্রেকআপ খেয়াল মাথায় আসত। এটাকে আমি এক্সট্রিম এক্সপিরিয়েন্স বলতাম।”

মার খেতে-খেতে বাঁচলেন ভিকি
৫০০জন মানুষের হাতে মার খেতে-খেতে বাঁচেন অভিনেতা ভিকি কৌশল। কী ঘটেছিল? ভিকি জানিয়েছেন, আসল লোকেশনে কয়লা পাচারের সিনের শুটিং হয় ‘গ্যাংস অফ ওয়াসিপুর’ ছবির। সেই সময় ছবির নেপথ্যে কাজ করতেন ভিকি। জানিয়েছিলেন, এক ব্যক্তি এসে তাঁদের ক্যামেরাটাই ভেঙে দিতে চেয়েছিলেন। কোনওমতে প্রাণে বেঁচেছিলেন তাঁরা।

ভাল আছেন কিরণ
আমির খানের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন কিরণ রাও। ২০২১ সালে ডিভোর্সের পথ বেছে নেন তাঁরা। এবার মুখ খুললেন কিরণ। জানিয়েছেন, আমিরের সঙ্গে তাঁর স্মৃতি আছে প্রচুর। ডিভোর্সের পর তাঁদের বন্ধুত্ব থেকে যাবে বলে আশাবাদী কিরণ।

রণজয়কে নিয়ে বিস্ফোরক সায়ন্তনী
সম্প্রতি বিয়ে করেছেন অভিনেত্রী সোহিনী সরকার। এ প্রসঙ্গে বিভিন্ন সাক্ষাৎকারে তাঁর প্রাক্তন প্রেমিক রণজয় বিষ্ণু বলেছেন একটাই কথা– ‘সোহিনী যেন ভাল থাকে।’ এবার এ নিয়েই ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী সায়ন্তনী গুহ ঠাকুরতা। তাঁর কথায়, “সবার সামনে এই সব বলছে। এদিকে আড়ালে সোহিনীকে নিয়ে যা তা বলে যাচ্ছে! এ কেমন দ্বিচারিতা! ছিঃ। লজ্জা হওয়া উচিৎ।”

রণজয়ের প্রতিক্রিয়া
সোহিনী সরকারের আগে সায়ন্তনী গুহ ঠাকুরতার সঙ্গে সম্পর্ক ছিলেন রণজয় বিষ্ণু। সায়ন্তনী ক্ষোভ উগরে দিয়েছেন রণজয়ের উপর। যদিও রণজয়ের দাবি, তাঁর এ ব্যাপারে কিছু বলার নেই। তাঁর কথায়, “আমি ভাল আছি, সোহিনী ভাল আছে। বাকি কে কোথায় কী বলল, তাতে আমার কিছু যায় আসে না।”

Published on: Jul 22, 2024 08:46 PM