Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ছেলেবেলার সেই বেহালা বাজানো লোকটা....

ছেলেবেলার সেই বেহালা বাজানো লোকটা….

শুভঙ্কর চক্রবর্তী

|

Updated on: Jun 12, 2021 | 8:08 AM

মেয়ের বিয়ে হয়েছে কলকাতায়। কিছুদিন আগেই 'মা' হলেন তাঁর মেয়ে। তার জন্যই শহরে আসা। তারপর লকডাউন, মালদা থেকে শহরে আসা ভগবানের ফেরা হয়নি।

এক সপ্তাহ হয়নি ভায়োলিন হাতে তাঁকে দেখা গিয়েছে বিডন স্ট্রিটে। তাঁর একপাশে স্ত্রী দাঁড়িয়ে আর তিনি এক মনে বাজিয়ে চলেছেন বেহালার তার। বেহালা বাজানোর ভিডিয়ো প্রকাশ্যে আসতে তা ছড়িয়ে যায় মোবাইলে মোবাইলে। এক কথায় ভাইরাল সে ভিডিয়ো। তারপর শুরু হয়ে যায় খোঁজ। স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে রাজ চক্রবর্তী। খোঁজ করছেন বেহালা বাজানো লোকটার। ভদ্রলোকের নাম ভগবান মালী। বিবেকানন্দ রোডের ব্রিজের নীচে ফুটপাথে তাঁর থাকা-খাওয়ার জায়গা। স্ত্রীর সঙ্গে রাস্তাতে সংসার। তিন ছেলে এক মেয়ে। মেয়ের বিয়ে হয়েছে কলকাতায়। কিছুদিন আগেই ‘মা’ হলেন তাঁর মেয়ে। তার জন্যই শহরে আসা। তারপর লকডাউন, মালদা থেকে শহরে আসা ভগবানের ফেরা হয়নি। কার কাছেই বা ফিরবেন? দুই বড় ছেলের বিয়ে হয়েছে, কিন্তু মা-বাবাকে আরে দেখেননি তাঁরা। তাই একলা শহরে ওঁরা দুজনে একসঙ্গে। ভগবান ও তাঁর স্ত্রী সরিতা। না না দুজন নয়। মোট তিনজন। বেহালাও তো তাঁর আপনজন। TV9 বাংলার প্রতিনিধি শুভঙ্কর চক্রবর্তী ও ক্যামেরায় নন্দন পালও ভাসলেন ভগবানের সুরে।

Published on: Jun 12, 2021 08:07 AM