Viral Video, Monkey Save a Cat: বিড়ালকে বাঁচাতে ছুটে এল বাঁদর!
Viral Video: ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি বিড়াল অনেক গভীর কুয়োয় পড়ে গিয়েছে। যদিও তাতে জল নেই। পড়ে গিয়ে সে সাহায্য়ের জন্য চিৎকার করছে। সেই চাৎকার শুনে বিড়ালের জীবন বাঁচাতে ছুটে আসে একটি ছোট বাঁদর। কোনও কিছু না ভেবেই সে কুয়োয় ঝাঁপ দেয়। তারপরেই সে বুঝে উঠতে পারে না,কীভাবে সেই কুয়ো থেকে বেরিয়ে আসবে।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি বিড়াল অনেক গভীর কুয়োয় পড়ে গিয়েছে। যদিও তাতে জল নেই। পড়ে গিয়ে সে সাহায্য়ের জন্য চিৎকার করছে। সেই চিৎকার শুনে বিড়ালের জীবন বাঁচাতে ছুটে আসে একটি ছোট বাঁদর। কোনও কিছু না ভেবেই সে কুয়োয় ঝাঁপ দেয়। তারপরেই সে বুঝে উঠতে পারে না,কীভাবে সেই কুয়ো থেকে বেরিয়ে আসবে। উপরে উঠেই দেখে আরও একটি বাঁদর বাইরে দাঁড়িয়ে আছে। তাকেও সে সাহায্যের জন্য বলে এবং তখনও হাল ছাড়েনি। বিড়ালটিকে কোলে তুলে লাফানোর চেষ্টা করলেও সে ব্যর্থ হয়। অবশেষে একজন মহিলা এসে বিড়ালটিকে উদ্ধার করে। বাঁদরের এমন প্রচেষ্টা দেখে আপনি অবাক হতে বাধ্য। ভিডিয়োটি টুইটারে @TansuYegen নামের একটি আইডি দিয়ে শেয়ার করা হয়েছে। এক মিনিট ৩০ সেকেন্ডের এই ভিডিয়োটি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত ৬ লাখ ৪৫ হাজারেরও বেশি ভিউ হয়েছে। কেউ বলেছেন,’মানুষের পশুদের থেকে শিক্ষা নেওয়া উচিত’।