Virat Kohli, IPL 2025: বিরাট রাজার আবেগে ভাসছে ইডেন
Virat Kohli: ৩৬ বছর বয়সী বিরাট নাইট রাইডার্সের বিরুদ্ধে ১ হাজার রানের রেকর্ডের মুখে দাঁড়িয়ে। ৩৮ রান করলে, চতুর্থ ব্যাটার হিসেবে কেকেআরের বিরুদ্ধে হাজার রানের রেকর্ড গড়বেন।
ক্রিকেটের নন্দনকানন আর কিং কোহলির এক আলাদা কানেকশন। ইডেন গার্ডেন্সে নামলেই স্মরণীয় ইনিংস উপহার দেয় তাঁর ব্যাট। এবারও থাকছে প্রত্যাশা। বিরাট রাজার আবেগে ভাসছে ইডেন। ঘরের মাঠেই যেন কোণঠাসা কেকেআর। কে বলবে নাইটরাই গতবারের চ্যাম্পিয়ন! বিরাট-উন্মাদনা দেখার পর আর কীই বা বলা যেতে পারে। ১৮তম আইপিএলের উদ্বোধনের দিন এক অভিনব রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি। তাঁকে করতে হবে ৩৮ রান। তাহলেই হয়ে যাবে সেই রেকর্ড।
৩৬ বছর বয়সী বিরাট নাইট রাইডার্সের বিরুদ্ধে ১ হাজার রানের রেকর্ডের মুখে দাঁড়িয়ে। ৩৮ রান করলে, চতুর্থ ব্যাটার হিসেবে কেকেআরের বিরুদ্ধে হাজার রানের রেকর্ড গড়বেন। কেকেআরের বিরুদ্ধে সবচেয়ে বেশি রানের তালিকায় কোহলির আগে রয়েছেন ডেভিড ওয়ার্নার, রোহিত শর্মা ও সুরেশ রায়না।
ফিল্মি প্রেমকাহিনী, তিন সন্তান, সবই ঠিক ছিল, তাই বলে স্ত্রীর কাকাকেই..
রাজ্যের শিক্ষামন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা ঠিক কতটা জানেন?
যাঁকে গ্যারান্টার বললেন, সেই গ্যারান্টি দিলেন না: কুণাল
'মৃত' সোমেশ্বরকে দেখতে ভিড়! বৃদ্ধ বললেন 'আমি শ্মশানে যাচ্ছি'

