Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভার্চুয়াল জামাই ষষ্ঠী

ভার্চুয়াল জামাই ষষ্ঠী

aryama das

|

Updated on: Jun 21, 2021 | 12:56 PM

এক হাতে মিষ্টির ভাঁড়। অন্য হাতে আস্ত একটা মাছ দোলাতে-দোলাতে জামাই যাচ্ছেন শ্বশুর বাড়ি। কিংবা আসনে বসিয়ে প্রদীপ জ্বালিয়ে হাতপাখা নাড়ছেন শাশুড়ি মা। এ দৃশ্য কি দেখা যাবে আর? তাহলে উপায়? তাহলে? এক সময় শুধু ঘরেই ছিল। তারপর ঘরে-বাইরে ট্রেন্ড এল। এবার তাহলে নিউ নর্ম্যাল জামাই ষষ্ঠী। হোম ডেলিভারি আসবে। জামাই সাজিয়ে বসবেন আর ও […]

এক হাতে মিষ্টির ভাঁড়। অন্য হাতে আস্ত একটা মাছ দোলাতে-দোলাতে জামাই যাচ্ছেন শ্বশুর বাড়ি। কিংবা আসনে বসিয়ে প্রদীপ জ্বালিয়ে হাতপাখা নাড়ছেন শাশুড়ি মা। এ দৃশ্য কি দেখা যাবে আর? তাহলে উপায়?
তাহলে? এক সময় শুধু ঘরেই ছিল। তারপর ঘরে-বাইরে ট্রেন্ড এল। এবার তাহলে নিউ নর্ম্যাল জামাই ষষ্ঠী। হোম ডেলিভারি আসবে। জামাই সাজিয়ে বসবেন আর ও পার থেকে ভিডিও কলে শাশুড়ি বলবেন, “খাও বাবা খাও।”
যতই করোনা হোক, জামাইষষ্ঠীর কামাই নেই। ভার্চুয়াল হোক। প্রণাম, আশীর্বাদ, কথা, দেখা… এসব নয় ভার্চুয়াল হয়। কিন্তু খাওয়া? সে তো নয়। তাই শাশুড়ি অর্ডার দিচ্ছেন শেফ-কে। মাংস ভাত থেকে শুরু করে ফুলকো লুচি, ছোলার ডাল, পঞ্চব্যঞ্জন পৌঁছে যাচ্ছে জামাইয়ের পাতে হাতে গরম।
কিন্তু ধোঁয়া ওঠা রান্নার সাদ কি মিলবে এই হোম ডেলিভারিতে? লুচি কি ফুলকো থাকবে ডেলিভারির পর? বেয়াড়া প্রশ্ন।