Messi-Kolkata: টিকিটটা হাতে নিয়েই দর্শক গড়গড় বলে গেলেন…
Lionel Messi: কলকাতায় যুবভারতী স্টেডিয়ামে যেভাবে মেসিকে মাঠ ছেড়ে চলে যেতে র হয়েছে, তাতে ক্ষুব্ধ দর্শকেরা। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বলেছেন, আয়োজকদের উচিৎ টিকিট ফেরত দেওয়া, কারণ অনুষ্ঠান পুরোপুরি হয়নি। সেই পর্ব শুরু হয়নি এখনও।
ডিজি রাজীব কুমার বলেছিলেন, উদ্যোক্তাদের টাকা ফেরত দেওয়া উচিত। ইতিমধ্যেই সে ব্যাপারে বিধাননগর পুলিশ জানিয়েছে, জোমাটো-কে ওই টাকা আয়োজক সংস্থাকে দিতে নিষেধ করা হয়েছে। তবে, দর্শকদের কীভাবে টাকা ফেরত দেওয়া হবে, তা এখনও স্পষ্ট নয়।
ইতিমধ্যেই দর্শকরা এই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। কবে মিলবে টাকা? কীভাবে টাকা ফেরত দেওয়া হবে। তাঁরা বলছেন, টাকা ফেরত দেওয়া তো দু মিনিটের ব্যাপারে।

