Shakib-Al_Hasan News: কোটি টাকার সাকিব ক্ষতিগ্রস্তদের দিলেন ২০ হাজার টাকা!

Shakib-Al_Hasan News: কোটি টাকার সাকিব ক্ষতিগ্রস্তদের দিলেন ২০ হাজার টাকা!

আসাদ মল্লিক

|

Updated on: Apr 09, 2023 | 3:20 PM

Shakib-Al_Hasan News: কোটি টাকার সাকিব ক্ষতিগ্রস্তদের দিলেন ২০ হাজার টাকা!

৪ এপ্রিল সকালে ঢাকার বঙ্গবাজার মার্কেটে আগুন লাগে। প্রায় ৫ হাজার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে অনেক ব্যবসায়ী সর্বস্ব হারিয়ে ফেলেছেন। আগুনে ভস্মীভূত হয়েছে বঙ্গবাজার মার্কেটের একাধিক দোকান। বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে এগিয়ে এসেছেন। অনুদান হিসেবে তিনি দিয়েছেন বাংলাদেশী মুদ্রায় ২০ হাজার টাকা। সাকিবের যা সম্পত্তির পরিমাণ তাতে তাঁর এই অনুদানের অর্থ নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন। ফেসবুকে বাংলাদেশের তারকা অলরাউন্ডার ২০ হাজার টাকা অনুদান দেওয়ার কথা জানান। একইসঙ্গে বঙ্গবাজারের আগুনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাহায্য করতে দেশবাসীদের এগিয়ে আসার কথা বলেন। পাশাপাশি জাতীয় দলে তাঁর সতীর্থ তাসকিন আহমেদকেও এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন সাকিব। বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্যের হাত বাড়ালেন সাকিব আল হাসান। সাকিবের মোট সম্পত্তির পরিমাণ ৪০ মিলিয়ন আমেরিকান ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩০ কোটি টাকা। আর বাংলাদেশী টাকায় যা দাঁড়ায় ৪২২ কোটির মতো। ২০২২ সালে সাকিবের আয় ছিল ৩৬ মিলিয়ন আমেরিকান ডলার। সাকিবের এত সম্পত্তির থাকার পরও সাকিব মাত্র ২০ হাজার টাকা অনুদান দিয়েছেন বলে প্রশ্নও উঠছে।