AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Update: বড়দিনে 'বড়' বদল আবহাওয়ায়, ৭ বছরে বাংলার 'উষ্ণতম' বড়দিন

Weather Update: বড়দিনে ‘বড়’ বদল আবহাওয়ায়, ৭ বছরে বাংলার ‘উষ্ণতম’ বড়দিন

আসাদ মল্লিক

|

Updated on: Dec 29, 2022 | 3:40 PM

Share

Christmas Day 2022: ৭ বছর পর আজ বড়দিনে তাপমাত্রা ১৭.২ ডিগ্রিতে। আবহাওয়াবিদদের মতে, উত্তুরে হাওয়ার এই হাওয়ার পথেই বাধা পশ্চিমী ঝঞ্ঝা...

কলকাতা: আজ বড়দিন। উৎসবের মরশুমে শীত যেন শীতঘুমে। বঙ্গোপসাগরের জলীয় বাষ্পের ঠেলায় কলকাতার পারদ চড়ল ১৭.২ ডিগ্রি সেলসিয়াসে, স্বাভাবিকের চেয়ে যা ৩ ডিগ্রি বেশি। বড়দিনেও রোদের যা তেজ, মাঙ্কি টুপি ছেড়ে রোদ ঢাকতে শুধু টুপি পরেই রাস্তায় বেরিয়েছেন অনেকে।

গরমকালের উৎসবে ঘাম হবে, গরম লাগবে – এটাই স্বাভাবিক। কিন্তু বড়দিন বা নববর্ষের সময় গলদঘর্ম হতে হলে তা রীতিমতো চিন্তায় বিষয়। ৭ বছরে ‘উষ্ণতম’ বড়দিন, জানাচ্ছে হাওয়া অফিস। ১৩-১৪ ডিগ্রির বদলে তাপমাত্রা ১৭ ডিগ্রির চৌকাঠ পেরিয়েছে। এমন গরম বড়দিন শেষ কবে কেটেছে, মনেই করতে পারছেন না অনেকে।

মৌসম ভবন সূত্রে খবর, ২০১৫ সালের ২৫ ডিসেম্বর তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি সেলসিয়াস। আর ৭ বছর পর আজ বড়দিনে তাপমাত্রা ১৭.২ ডিগ্রিতে। আবহাওয়াবিদদের মতে, কলকাতা সহ গোটা বাংলায় তাপমাত্রার পারদ নামার কারণ উত্তুরে হাওয়া। আর এই হাওয়ার পথেই বাধা পশ্চিমী ঝঞ্ঝা। পাশাপাশি বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত। ডিসেম্বরের শহরে তাই শীতের বদলে শুধুই জলীয় বাষ্পের আনাগোনা, ফলে শীতের লেশমাত্র নেই। যদিও বছর শেষে শীত ফিরতে পারে বলেই মত আবহাওয়াবিদদের। আপাতত সেদিকেই চাতক পাখির মতো তাকিয়ে শীতপ্রেমী বাঙালি।

Published on: Dec 25, 2022 03:50 PM