AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শতরূপ ঘোষ কি সিঙ্গল? জীবনে টুম্পা সোনা আছে? দেবাংশু ভট্টাচার্যর কী ভাল লাগে?

aryama das

|

Updated on: Apr 08, 2021 | 4:10 PM

Share

'খেলা'য় কতটা আত্মবিশ্বাসী? জীবনে প্রেম আছে না এখনও সিঙ্গল?

শতরূপ ঘোষ । সিপিআইএম-র ব্লু-আইড বয়। স্কুলিং সাউথ পয়েন্ট। পরবর্তীতে আশুতোষ কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স। ছাত্র নেতার পরিচয় নিয়েই মাত্র ২৫ বছর বয়সেই ২০১১ সালে কসবা বিধানসভা থেকে বাম প্রার্থী। ২০১৬ সালেও একই কেন্দ্র থেকে জোট প্রার্থী। দুবারই তৃণমূল প্রার্থী জাভেদ খানের কাছে হার। এবারও কসবা থেকে জাভেদ খানের বিপরীতে শতরূপই প্রার্থী। জিতবেন? ‘খেলা’য় কতটা আত্মবিশ্বাসী? জীবনে প্রেম আছে না এখনও সিঙ্গল?

Published on: Apr 08, 2021 04:10 PM