Casting Couch: এবার এই কাস্টিং কাউচ নিয়েই বিস্ফোরক অতীত তুলে ধরলেন তারকা-সাংসদ রবি কিষণ

Casting Couch: এবার এই কাস্টিং কাউচ নিয়েই বিস্ফোরক অতীত তুলে ধরলেন তারকা-সাংসদ রবি কিষণ

আসাদ মল্লিক

|

Updated on: Apr 03, 2023 | 4:21 PM

Casting Couch: এবার এই কাস্টিং কাউচ নিয়েই বিস্ফোরক অতীত তুলে ধরলেন তারকা-সাংসদ রবি কিষণ

ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের ঘটনা নতুন নয়। এবার এই কাস্টিং কাউচ নিয়েই বিস্ফোরক অতীত তুলে ধরলেন তারকা-সাংসদ রবি কিষণ। মূলত ভোজপুরি জগতের তারকা হলেও বহু হিন্দি ছবিতেও যাকে দেখা গিয়েছে। রবি জানিয়েছেন কীভাবে কাস্টিং কাউচের প্রস্তাব পেয়ে সে জায়গা থেকে পালিয়েছিলেন তিনি। তাঁর অভিযোগ, ইন্ডাস্ট্রিরই এক প্রভাবশালী মহিলার দিকে। রবি বলেন,’ইণ্ডাস্ট্রিতে এমন ঘটনা হামেশাই ঘটতে দেখা যায়। কিন্তু আমি পালিয়ে বেঁচেছিলাম। আমার বাবা সব সময় বলতেন, সৎভাবে কাজ চাওয়া উচিৎ। শর্টকার্ট নিতে গেলেই ভীষণ বিপদ। তাই কোনওদিন ওই পথে যাওয়ার বাসনা হয়নি। আমি জানতাম আমার গুণ রয়েছে’। তিনি আরও যোগ করেন,’আমি তার নাম বলতে পারব না। কারণ এই মুহূর্তে তাঁর ইন্ডাস্ট্রিতে বেশ নামডাক রয়েছে’। কীভাবে পেয়েছিলেন কুপ্রস্তাব? রবি জানান,তাঁকে কফি খাওয়ার জন্য ওই মহিলার বাড়িতে আমন্ত্রণ জানানো হয়। তিনি বলেন,’কফি খেতে রাতে এসো। যেই রাতে খেতে আসতে বলে,আমি তখনই বুঝে যাই কী বোঝাতে চাইছে,আমি আর যাইনি’। রবি যাননি ঠিকই, কিন্তু বহু সময় বহু অভিনেতা-অভিনেত্রী অভিযোগ এনেছেন যৌন হেনস্থার। অভিযুক্ত হিসেবে উঠে এসেছে সাজিদ খানের নামও। গত বছর মুক্তিপ্রাপ্ত ছবি ‘লাভ ইউ লোকতন্ত্র’তে তাঁকে শেষ দেখা গিয়েছে। এ ছাড়াও নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘খাকি, দ্য বিহার চ্যাপ্টারে’ তাঁকে দেখা যায়।

Published on: Mar 29, 2023 02:44 PM