Dilip Ghosh: ‘সবাই ভাগ পায়…’, যুবভারতীর বিশৃঙ্খলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ!
Dilip on YubaBharati: তীব্র ক্ষোভের সুরে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলছেন, "বাবরি মসজিদের ওখানে ৪ হাজার পুলিশ পাঠিয়ে দেওয়া হয়েছিল। কেন? আর এখানে দূর-দূরান্ত থেকে লোক এলেও পুলিশ নেই কেন? ডায়াসে কোনও নিয়ন্ত্রণ নেই কেন? একজন বিশ্বখ্যাত মানুষ এসে ব্রাত্য হয়ে গেল।"
কলকাতা: এখনও গোটা স্টেডিয়ামেই দগদগে ক্ষত। সর্বত্র তাণ্ডবের ছবি বিদ্য়মান। পুলিশের ভূমিকা নিয়েও উঠছে গুচ্ছ গুচ্ছ প্রশ্ন। দর্শকদের বড় অংশের অভিযোগ, যুবভারতী যখন কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে তখন কার্যত নীরব দর্শকের ভূমিকায় ছিল পুলিশ। প্রশ্ন তুলছে বিরোধীরাও। বিজেপি নেতা দিলীপ ঘোষ বলছেন, “বাবরি মসজিদের ওখানে ৪ হাজার পুলিশ পাঠিয়ে দেওয়া হয়েছিল। কেন? আর এখানে দূর-দূরান্ত থেকে লোক এলেও পুলিশ নেই কেন? ডায়াসে কোনও নিয়ন্ত্রণ নেই কেন? একজন বিশ্বখ্যাত মানুষ এসে ব্রাত্য হয়ে গেল।”

