Weather Update: ‘৬৫ সালের পর এবছর! আবহাওয়ার বড় আপডেট
বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে সতর্কতা জারি করা হয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে, বীরভূম, পূর্ব বর্ধমানে। এখানে শৈত্যপ্রবাহ ও শীতল দিনের জোড়া সতর্কতা জারি করা হয়েছে। হলুদ সতর্কতা জারি শীতল দিন-এর সতর্কতা পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে।
শীতের দখলে গোটা বাংলা। হাড় কাঁপানো ঠান্ডায় রীতিমতো জবুথবু অবস্থা সকলের। শুধু বাংলা নয়, গোটা উত্তর ভারতও ঠান্ডায় কাঁপছে। ঘন কুয়াশার ঠেলায় মঙ্গলবারও ছিল ‘শীতল দিন’। আজ রোদ না ওঠায় পর পর ২ দিন ‘কোল্ড ডে’ বাংলায়। তবে ওই যে, গোটা উত্তর ও উত্তর পূর্ব ভারতেরই একই অবস্থা। আলিপুর আবহাওয়া অফিস বলছে, কাল বীরভূমে শৈত্যপ্রবাহের কমলা সতর্কতাও জারি করা হয়েছে।বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে সতর্কতা জারি করা হয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে, বীরভূম, পূর্ব বর্ধমানে। এখানে শৈত্যপ্রবাহ ও শীতল দিনের জোড়া সতর্কতা জারি করা হয়েছে। হলুদ সতর্কতা জারি শীতল দিন-এর সতর্কতা পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে।
মালদহে বন্ধ হয়ে গেল উন্নয়নের পাঁচালির প্রচার, কারণ ঘিরে অস্বস্তিতে TMC
ছাব্বিশে তৃণমূলের টার্গেট বেঁধে দিলেন অভিষেক, বার্তা দিলেন কেষ্টদেরও
শুভেন্দুর জেলায় তৃণমূলের 'অস্ত্র'-ই কি হাতিয়ার হবে বিজেপির?
ভোটের আগে এগরায় কী চলছে তৃণমূলে? চিন্তা বাড়ল শাসকদলের
