তৃণমূলের ভোট কৌশলের নথি লুঠের অভিযোগ তুলে মমতা যা বললেন…
মমতা বলেন, “প্রতীক জৈনের বাড়িতে ইডি আধিকারিকরা। আইটি ইনচার্জের বাড়িতে সব হার্ডডিস্ক সংগ্রহ করতে এসেছিল। সমস্ত প্রার্থীর তালিকা, পার্টির প্ল্যান, স্ট্র্যাটেজি সংগ্রহ করতে এসেছিল। এটাই কি অমিত শাহের কাজ? যে আমার দলের সমস্ত তথ্য সংগ্রহ করতে এসেছে।”
প্রতীক জৈনের বাড়িতে যখন বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখছিলেন আধিকারিকরা, তখনই তল্লাশির মাঝে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে ছবি রাজ্যের নজিরবিহীন। যখন কোথাও কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি চলছিল, সে সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর অকুস্থলে পৌঁছে যাওয়া, এ বঙ্গে আগে কখনও ঘটনি বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মমতা বলেন, “প্রতীক জৈনের বাড়িতে ইডি আধিকারিকরা। আইটি ইনচার্জের বাড়িতে সব হার্ডডিস্ক সংগ্রহ করতে এসেছিল। সমস্ত প্রার্থীর তালিকা, পার্টির প্ল্যান, স্ট্র্যাটেজি সংগ্রহ করতে এসেছিল। এটাই কি অমিত শাহের কাজ? যে আমার দলের সমস্ত তথ্য সংগ্রহ করতে এসেছে।” স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, “যে দেশকেই রক্ষা করতে পারে না। আমার আইনি অফিসে ইডি হানা।”

