Vomiting: গাড়িতে উঠলেই বমি পেলে কী করবেন?
Vomiting: অনেক মানুষই গাড়িতে উঠলে বমি বমি পায়। মোশন সিকনেস সমস্য়ায় অনেকে ভোগেন। এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। ঘরোয়া টোটকায়ে প্রতিকার পাবেন এই মোশন সিকনেস সমস্য়া থেকে।
অনেক মানুষই গাড়িতে উঠলে বমি বমি পায়। মোশন সিকনেস সমস্য়ায় অনেকে ভোগেন। এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। ঘরোয়া টোটকায়ে প্রতিকার পাবেন এই মোশন সিকনেস সমস্য়া থেকে। পিপারমিন্ট খুব ভাল কাজ করে এই সমস্যায়। গাড়িতে ঘুরতে গেলে পিপারমিন্ট চা খেতে পারেন। এই চা খেলে মোশন সিকনেস সমস্য়ায় কমবে। শরীর আগের থেকে অনেকটা ভাল লাগবে। আদা খেলে এই সমস্য়া থেকে মুক্তি পাবেন। গাড়িতে ঘোরার সময় মোশন সিকনেস সমস্য়া হলে আদার কুচি খান। আকুপ্রেশার করলে,এই সমস্যা থেকে উপকার পাবেন। গাড়িতে ঘুরতে গেলে শরীর খারাপ লাগলে, কব্জির ভেতরের দিকে চাপ দিন। দেখবেন এই সমস্যা থেকে মুক্তি পাবেন। বমি পাওয়ার আর একটি কারণ হল ডি-হাইড্রেশন। জল খেলে বমি পাওয়া একটি ভুল ধারণা। গাড়িতে উঠে আগেই জল খেয়ে নিন। মোশন সিকনেসের সমস্য়া অনেকটাই কমবে।
Latest Videos