Indian Railway News: কে নিয়ন্ত্রণ করে ট্রেনের গতি?
রেলপথে ট্রেনের চলাচল নিয়ন্ত্রণ করে রেলওয়ে ট্রাফিক কন্ট্রোল। কোন ট্রেন কত স্পিডে চলবে কোথায় কতক্ষণ দাঁড়াবে সবই নিয়ন্ত্রণ করে রেলওয়ে ট্রাফিক কন্ট্রোল। দেখা যায় দিনের তুলনায় রাত্রের দিকে ট্রেনের স্পিড বেড়ে যায়।
রেলপথে ট্রেনের চলাচল নিয়ন্ত্রণ করে রেলওয়ে ট্রাফিক কন্ট্রোল। কোন ট্রেন কত স্পিডে চলবে কোথায় কতক্ষণ দাঁড়াবে সবই নিয়ন্ত্রণ করে রেলওয়ে ট্রাফিক কন্ট্রোল। দেখা যায় দিনের তুলনায় রাত্রের দিকে ট্রেনের স্পিড বেড়ে যায়। এর ফলে দূরপাল্লার ট্রেন দিনের বেলায় দেরিতে চললেও রাত্রে সেই লেট মেক আপ হয়। রাত্রে বেশ কয়েকটি কারণে ট্রেনের গতি বাড়ে। প্রথমত সিগনালের দৃশ্যমানতা বাড়ে ।
দ্বিতীয়ত রাত্রে অন্যান্য গাড়ি ঘোড়া কম থাকে। পশুপাখিও কম থাকে। রাত্রে দিনের তুলনায় ২ থেকে ১ কিলোমিটার অতিরিক্ত বেগে চলে ট্রেন। এর ফলে লেট মেক আপ হয়। ট্রেনও গন্তব্যে সময়ের আগেই পৌঁছে যায়। তবে শীতের সময়ে কুয়াশার কারণে সিগনালের দৃশ্যমানতা কমে। এর প্রভাবে ট্রেনের বেগ কমে। তবে সাধারণত রাত্রের বেলায় মেল ও এক্সপ্রেস ট্রেন ৮০ কিলোমিটারের বেশি বেগেই চলে। ট্রেনের চলাচলের ক্ষেত্রে পাইলট বা ট্রেন ম্যানেজারের মতোই গুরুত্বপূর্ণ ভূমিকা ট্র্যাফিক কন্ট্রোলের। ট্রেনের গতিবেগ কখন কত হবে সেই সিদ্ধান্ত থাকে মূলত তাঁদের হাতেই।